ঢাকা: এক সপ্তাহ না পেরুতেই উচ্চ প্রযুক্তির আরো একটি হ্যান্ডসেট ছাড়লো চীনা প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেনোভো। ‘লেমন ৩’ নামে নতুন এ হ্যান্ডসেট সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
কোম্পানির ওয়েবসাইট সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানায়, দুই সিমের ৪জি সুবিধা সক্ষম ‘লেনোভো লেমন ৩’ হ্যান্ডসেটের অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের ললিপপ ৫.১ ভার্সন। যার ৫ ইঞ্চি পর্দা সম্পূর্ণ এইচডি।
অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ১.৫ গিগাহার্জ প্রসেসরের সঙ্গে হ্যান্ডসেটটিতে রয়েছে ২ গিগাবাইট ৠাম।
১৬ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতার হ্যান্ডসেটটির মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ইচ্ছেমতো ধারণক্ষমতা বাড়ানো যাবে।
১৪২ গ্রাম ওজনের ‘লেনোভো লেমন ৩’ হ্যান্ডসেটের ব্যাটারির ধারণক্ষমতা দুই হাজার ৭শ’ ৫০ এমএএইচ।
সিলভার ও গোল্ড দুই রঙে পাওয়া যাবে ‘লেনোভো লেমন ৩’। ভারতের বাজারে এর মূল্য সাত হাজার রুপি (১ রুপি সমান ১.২০ টাকা) হতে পারে।
এর আগে সপ্তাহের শুরুতে ৪জি প্রযুক্তির ‘এ৭০০০ টার্বো’ নামে একটি হ্যান্ডসেট ছাড়ে লেনোভো।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
জেডএস