ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউরোপের প্রথম আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার ইটালিতে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২১, জানুয়ারি ২৩, ২০১৬
ইউরোপের প্রথম আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার ইটালিতে

ঢাকা: ইউরোপের প্রথম আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার ইটালিতে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল সিইও টিম কুক।

শুক্রবার (২২ জানুয়ারি) রোমে ইটালির প্রিমিয়ার মাত্তিও রেনজির সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাপল সিইও।

এ সময় তিনি ইটালির দক্ষিণাঞ্চলীয় শহর নাপলিসে এ অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণের বিষয়টি উল্লেখ করেন।

সেন্টারটি অনুন্নত দক্ষিণাঞ্চলের তরুণদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করবে বলে এ সময় উদ্বেলিত হন রেনজি।

ব্যবহারিক স্কিল বৃদ্ধি ও ট্রেনিংয়ের মাধ্যমে উন্নত অ্যাপ তৈরিতে সেন্টারটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরকালে পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করেন অ্যাপল সিইও টিম কুক।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ