ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলা থেকেও ইংরেজি করবে গুগল!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ২৩, ২০১১
বাংলা থেকেও ইংরেজি করবে গুগল!

এবার সরাসরি বাংলা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করার ট্র্যানজলেট (অনুবাদ কৌশল) তৈরি করেছে গুগল। ব্লগ সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই বাংলা ভাষাভাষীরা গুগলের কাছে এ সেবা পাওয়ার অপেক্ষায় ছিল। এবারে সে অপেক্ষার অবসান হলো। তবে জটিলতা এখনো কিছু রয়েই গেছে।

বাংলা ভাষায় যুক্তাক্ষর থাকায় ইংরেজি থেকে প্রকৃত অনুবাদ করতে গুগল ট্র্যানজলেটকে বেগ পেতে হচ্ছে। তবে এ চর্চার শুরু মাত্র।

বাংলা ভাষার বিশেষজ্ঞদের সহায়তা এবং পরামর্শে এ সেবার মানোন্নয়ন করা হবে বলে গুগলের ব্লগ সূত্রে জানানো হয়।

এ সেবা এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। অর্থাৎ বেটা সংস্করণে আছে। ভুলগুলো সংশোধন করে ঠিক কবে নাগাদ এ সেবা পূর্ণাঙ্গভাবে ব্যবহারযোগ্য করা হবে এ বিষয়ে গুগল সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারণ করেনি।

এ সেবা পেতে আগ্রহীরা (http://translate.google.com) এ সাইটে প্রবেশ করে ‘ফরম অপশনে ইংরেজি, আর টু অপশনে বেঙ্গলি’ নির্বাচন করে ট্র্যানজলেট ক্লিক করলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত বাংলা অনুবাদ। এ মুহূর্তে এসব অনুবাদে চোখ বুলিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনটা কিন্তু থেকেই যাচ্ছে।

বাংলাদেশ সময় ১৫২০ ঘণ্টা, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।