বিশ্বের সুপরিচিত অ্যান্টিভাইরাস এবং কনটেন্ট সিকিউরিটি সফটওয়্যার ‘ই-স্ক্যান’ বিপণনকারী ইউনিকন সলিউশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা। সূত্র এ তথ্য জানিয়েছে।
এ অনুষ্ঠানে ‘ই-স্ক্যান’ সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরেন ইউনিকন সলিউশনের কনসালটেন্ট আনোয়ার হোসেন।
এতে বক্তব্য রাখেন ইউনিকন সলিউশনের পরিচালক মোশাররফ হোসেন সুমন, আবদুল্লাহ আল মামুন, এএনএম কামরুজ্জামান এবং সামসুন নাহার।
আনোয়ার হোসেন জানান, এককভাবে অ্যান্টিভাইরাস, অ্যান্টিস্প্যাম এবং কনটেন্ট সিকিউরিটি দিতে সক্ষম ই-স্ক্যান।
এর মাধ্যমে ভাইরাস, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, কি-লগার, রুটকিট, বুটনেট, হ্যাকিং, স্প্যাম, ফিশিং, স্পর্শকাতর তথ্যসহ সব ধরনের ঝামেলা থেকে কমপিউটার এবং নেটওয়ার্ক নিরাপত্তায় ই-স্ক্যান কাজ করে।
এতে আছে অভ্যন্তরীণ স্বনিয়ন্ত্রিত এবং দ্রুত কার্যকর এমডব্লিউএল এবং এনআইএলপি প্রযুক্তি। ইউনিকন সলিউশনের পরিচালক এএনএম কামরুজ্জামান জানালেন, এ মুহূর্তে ই-স্ক্যানের বেশ কয়েকটি সংস্করণ বাজারে পাওয়া যাচ্ছে।
এর মধ্যে ১ থেকে ৩ জন গ্রাহকের জন্য হোম অ্যান্ড স্মল অফিস সলিউশন, ৫ থেকে ৫০ জন গ্রাহকের জন্য স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস সলিউশন। আর ৫০ এর অধিক কমপিউটারের জন্য এন্টারপ্রাইজ ও করপোরেট সলিউশনের সুলভ প্যাকেজ পাওয়া যাচ্ছে।
ইউনিকন সলিউশনের পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, কেনার পর escan লিখে স্পেস দিয়ে লাইসেন্সের শেষ ছয়টি ডিজিট (escan xxxxxx) ৫৬৭৬ নাম্বারে এসএমএস করলে গ্রাহকরা বিনামূল্যে লটারির মাধ্যমে এলসিডি মনিটর, স্পিকার, টিভি কার্ড, পেনড্রাইভ এবং লাপটপ ব্যাগ জিতে নিতে পারবেন। হ্যালো: ০১৮২৭ ৫৫০৯৭৭।
বাংলাদেশ সময় ১৭৪১ ঘণ্টা, জুন ২৬, ২০১১