ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডেল ল্যাপটপে দ্বিগুণ সেবা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৭, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ডেল ল্যাপটপে দ্বিগুণ সেবা

নতুন বিক্রিত ল্যাপটপে সেবা দ্বিগুন করেছে ডেল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নিজস্ব বিপনীকেন্দ্রগুলো থেকে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি পণ্য-সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।



দেশের ব্যবহারকারীদের কাজের ধরণ ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় অধিকতর উচ্চমানের গ্রাফিক্স এবং বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী ব্যাকআপ সুবিধার সাশ্রায়ী মূল্যের নতুন চারটি মডেলের ল্যাপটপে এই সুবিধা যুক্ত করা হয়েছে।

এর মধ্যে সদ্য অবমুক্ত ইন্সপায়রন সিরিজের ষষ্ঠ প্রজন্মের ডেল ৫৪৫৯ ও ৫৫৫৯ মডেলে রয়েছে কোর আই -৫ ও কোর আই-৭ সংস্করণ। আর পঞ্চম প্রজন্মের ডেল ৫৪৫৮ ও ডেল ৫৫৫৯ মডেলে রয়েছে কোরআই-৩ ও কোরআই-৫ সংস্করণ।

কেবল ইন্সপায়রন নয়, ভস্ত্র ও এক্সপিএস সিরিজেও  দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে কম্পিউটার সোর্সের অফিসিয়াল ওয়েব সাইটে www.computersourcebd.com গিয়ে ল্যাপটপগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কিংবা ০১৭৩০৩৩৪১৬৩ নম্বরে ফোন করেও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন গ্রাহক।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।