প্রকাশের আগেই নকিয়া ‘এন৫’ মডেলের তথ্য ফাঁস হয়েছে। মধ্যমানের মোবাইল ফোনের বাজারে ফিরে আসতে এন৫ বাজারে আসছে।
নকিয়া এন৯, এন৯৫০ এবং সদ্য প্রকাশিত মডেলের গ্রাহকদের অনেকেই ভেবেছিলেন নকিয়ার কেন্দ্রবিন্দুতে থাকা ‘স্মার্টফোন’ মডেলগুলো এ ধরনের প্রচারের পরও অক্ষুণœ থাকবে।
এ মুহূর্তে বাজারে নি¤œমানের সিমবিয়ানযুক্ত স্মার্টফোন পাওয়া যাচ্ছে। তবে শেষভাগে হ্যান্ডসেটগুলোর বেশিরভাগই মধ্যমানের সিমবিয়ানভুক্ত হবে।
এ মুহূর্তে নকিয়া ‘এন৫’ হ্যান্ডসেটের ফাঁস হয়ে যাওয়া সব ছবিই চোখ ধাঁধানো। তবে পণ্যটির অপারেটিং সিস্টেম (ওএস) নিয়ে আছে বেশ কিছু বিভ্রান্তি। এদিকে নকিয়া সূত্র মতে, এটি সিমবিয়ান ‘এনা’ অপারেটিং সিস্টেমে চলবে। এ মডেলটি মিগো ওএস এর মতোই চমকপ্রদ হবে।
অন্যদিকে হার্ডওয়্যারের বিবেচনায় এটি যথোপযুক্ত। এতে প্রদর্শিত মূল পর্দা ৩.২ ইঞ্চি বিশিষ্ট। এর পেছন অংশে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
পুশ বাটনগুলো আছে সম্মুখভাগে। যা মধ্যমানের হ্যান্ডসেটের তুলনায় উন্নত। নকিংা ‘এন৫’ মডেলের প্রদর্শিত ছবিতে এর দুটি রঙ পাওয়া যায়। একটি গ্রিন, অন্যটি ব্ল্যাক।
এ মুহূর্তে অনেকগুলো আসন্ন হ্যান্ডসেট নিয়ে আলোচনার শীর্ষে আছে। তবে নকিয়া ‘এন৫’ এর আগাম তথ্য প্রকাশ এ মডেলের প্রকাশের দিনক্ষণে কোনো প্রভাব ফেলবে কি-না তা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশ সময় ২২৫১ ঘণ্টা, জুন ২৮, ২০১১