ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিটকের রি-ব্র্যান্ডিংয়ে বসুন্ধরায় চলছে অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
টেলিটকের রি-ব্র্যান্ডিংয়ে বসুন্ধরায় চলছে অনুষ্ঠান ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একমাত্র রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটকের রি-ব্র্যান্ডিং এবং নতুন লোগো উন্মোচন উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল কনভেন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে চলছে জমকালো অনুষ্ঠান।

নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।


 
‘হাসিমুখে নতুন পথে’ লোগো নিয়ে যাত্রা শুরু করবে টেলিটক, মঙ্গলবার (০৮ মার্চ) যার উদ্বোধন করছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

নতুন পথে যাত্রা শুরুর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের লাইন ধরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
 
ডাক ও টেলিযোগাগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী ছাড়াও বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদ ছাড়াও অন্যান্য বেসরকারি মোবাইল অপারেটররের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে নতুন লোগো দিয়ে। মঞ্চে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলনসহ বিভিন্ন দেশাত্মবোধক উপাদান নিয়ে।
 
লোগো উন্মোচন শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আছে জনপ্রিয় অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব এবং টেলিটকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জাহিদ হাসান এবং কণ্ঠশিল্পী কোনাল।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।