ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন সম্ভাবনা নিয়ে বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭, এস৭ এজ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
নতুন সম্ভাবনা নিয়ে বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭, এস৭ এজ

ঢাকা: শাওয়ার নিতে নিতেই ফোনে কথা বলবেন। ফোন ভিজবে! তাকে কী স্যামসাং’র গ্যালাক্সি এস ৭ আর এস৭ এজ তো এমনই।

পানিতে ভিজবে কিন্তু কিছুই হবে না। দুটি নতুন ভার্সনই এখন বাজারে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং জানিয়েছে এরই মধ্যে সাড়া পড়ে গেছে। আর সে সাড়া প্রত্যাশার চেয়েও কয়েকগুন বেশি। অর্ডার নিতে নিতে হিমশিম খাচ্ছেন তাদের কর্মীরা। শুক্রবার দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যে একযোগে বিক্রি শুরু হয়েছে। আগে আগে যারা অর্ডার করেছেন তারা কিন্তু তাদের গ্যালাক্সি এস৭, এস৭ এজ এরই মধ্যে হাতে পেতে শুরু করেছেন।

৫.৫ ইঞ্চি (১৪সেন্টিমিটার) ডিসপ্লে’র এস৭ এজ আর ৫.১ ইঞ্চি ডিসপ্লের এস৭ এবার ফোন কেনাবেচায় নতুন রেকর্ড করবে বলেই ধারনা কর্তৃপক্ষের। এর আগে গ্যালাক্সি এস৬ বিক্রিতেও ভালো অভিজ্ঞতা ছিলো। মোটোরোলার মোটো এক্স স্টাইল আর হুয়াউইর অনার ৭’র মতো অপেক্ষাকৃত সস্তা ব্র্যান্ডের চাপে বাজার কিছুটা এলোমেলো হলেও ও নিয়ে মোটেই চিন্তিত নয় স্যামসাং।

চীন থেকেই সম্ভাব্য বড় সাড়া মিলবে বলে ধরা হচ্ছে, কারণ এটাই বিশ্বে স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার। স্যামসাং হ্যান্ডসেট বিভাগের প্রেসিডেন্ট কো দং-জিন বিক্রয়-পূর্ব সাড়ার কোনও পরিসংখ্যান দিলেন না, তবে বললেন, প্রত্যাশার চেয়ে তা অনেক অনেক বেশি।

স্যামসাং হাতে হাতে পৌঁছে বিশ্বটাকে আরো উজ্জ্বল করে তুলবে, বলেন দং-জিন। আমরা আশা করি গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ এক অসাধারণ নিরবচ্ছিন্ন মোবাইল এক্সপেরিয়েন্স দেবে ব্যবহারকারীদের।

এ দুটি মডেলে ফোন হাতে তুলে দিয়ে আমরা তাদের প্রযুক্তিগত ক্ষমতায়ন নিশ্চিত করছি। এতে তারা জীবনকে নতুন করে উপভোগ করতে পারবে।

৩২ জিবি ডিভাইসের গ্যালাক্সি এস৭ এর দাম বাংলাদেশি টাকায় ৬২ হাজার টাকা আর ৩২জিবি ডিভাইসের গ্যালাক্সি এস৭ এজ ৭০ হাজার টাকার কিছু বেশি হবে।  

গ্যালাক্সি এস৭ এ বেশকিছু নতুন ফিচারের সন্নিবেশ করা হয়েছে যা এস৬ এ ছিলো না, কিন্তু আগের মডেলগুলোতে পাওয়া যেতো।

তবে দুটি মডেলই পানি প্রতিরোধক। আর মাইক্রো এসডি কার্ড দিয়ে এর মেমোরি আরও ২০০ জিবি বাড়ানো সম্ভব।

দুটি ফোনই ৫ফুট গভীর পানির নিচে অন্তত আধাঘণ্টা ভালো থাকবে, সুতরাং দুর্ঘটনাক্রমে কোনও জলাশয়ে কিংবা টয়লেটে পড়ে গেলেও গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ আপনাকে দেবে নিশ্চিন্ত নির্ভরতা।

দুটি মডেলেই রয়েছে ডুয়াল পিক্সেল ক্যামেরা, কোনও ফোন সেটে যার ব্যবহার এই প্রথম। ফলে ছবি হবে আরও উজ্জ্বল আরও স্পষ্ট। কম আলোতেও ছবি উজ্জ্বল থাকবে। আর এস৭ এজ’র বাকানো স্ক্রিন সেটটিকে আরও পাতলা আর আরও স্মার্ট করেছে।

কোনো নোটিফিকেশন এলে তা উভয় ফোনেরই স্ক্রিনের উপর দিকে ভেসে থাকে। ফলে ডিসপ্লে অন করে নোটিশ দেখার প্রয়োজন হয় না। এতে ব্যাটারির ব্যবহার কম হয়। স্যামসাংয়ের ইউরোপ অংশের ব্র্যান্ড অ্যান্ড প্রডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোরি ও’নিল বলেন, গড়ে একজন ব্যবহারকারী ৮৫ বার তার ফোনের স্ক্রিনে চোখ বোলান। এতে যে ব্যাটারির প্রয়োজন হয়, তা লাগবে না এই গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ-এ।

এস৭ এর উপযোগি করে কিছু একসেসরিজও বাজারে ছেড়েছে স্যামসাং। তার মধ্যে রয়েছে একটি বিশেষ ফোন কভার যার ওপর থেকেই ডিসপ্লে’র ঘড়িটি দেখা যাবে। আর একটি বিশেষ ধরনের কেইজ ও ছেড়েছে যার ওপরে কিবোর্ড বসানো।    

স্যামসাংয়ের দাবি এস৭ এজ টানা ১৩ ঘণ্টা ভিডিও কনটেন্ট দেখা যাবে, তবেই ব্যাটারি শেষ হবে। যারা আগে আগে অর্ডার করেছে এই সেটের জন্য তাদের জন্য রয়েছে আরও চমক। এদের প্রত্যেককেই একটি করে গিয়ার ভিআর হেডসেট দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি।

গেলো মাসের উদ্বোধনীতে ফেসবুকের মার্ক জুকারবার্গ বলেছিলেন, দশ বছর আগের কথা ভাবুন। মানুষ কেবলই টেক্সট চালাচালি করতো। এরপর এলো ফটোর যুগ। আর এখন ভিডিও আদান প্রদানই বেশি চলে। কিন্তু খুব শিগগিরই এমন সময় আসবে যে সরাসরি আমি কি করছি তা অপর ফোনে দেখা যাবে। পরষ্পর যেনো পরষ্পরের কাছাকাছি, এমনটাই অনুভূত হবে।

স্যামসাং গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ সেই সুবিধাই নিয়ে এসেছে। দুটি ফোনেরই কালো ও সোনালী রঙের দুটি ভার্সন রয়েছে।

বাংলাদেশ সময় ১১০২ ঘন্টা, মার্চ ১১, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।