ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস’র ২০১৬-১৭ মেয়াদকালের নির্বাচন অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বিসিএস’র ২০১৬-১৭ মেয়াদকালের নির্বাচন অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির  (বিসিএস)  ২০১৬-২০১৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে  সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিএস কার্যনির্বাহী কমিটি  নির্বাচনে মোট ৫৯৪ জন ভোটার ভোট প্রদান করেন।

এদিনই নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়।

এবার বিসিএস কার্যনির্বাহী কমিটি  নির্বাচনে অংশ নিয়েছিলেন “ মোস্তাফা জব্বার (আনন্দ কম্পিউটারস্), ইঞ্জি. সুব্রত সরকার (সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল), ইউসুফ আলী শামীম    (কম্পিউটার পয়েন্ট), নাজমুল আলম ভূঁইয়া  জুয়েল (সাইবার কমিউনিকেশনস্), মো: মাজহারুল ইমাম(ইলেকট্রোসনিক),     মো: শাহিদ-উল-মুনীর    (ইপসিলন সিস্টেমস এন্ড সলিউশন লিঃ), এ.টি. শফিক উদ্দিন আহমেদ    (ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লি:), এস.এম. ওয়াহিদুজ্জামান (মাইক্রো সান সিষ্টেমস্), আলী আশফাক    (আরএম সিস্টেমস্ লি.), মো: মিজানুর রহমান (সফট্ জোন ইন্ক)”।

এদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইঞ্জি. সুব্রত সরকার (সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল), তার প্রাপ্ত ভোট ৪৮৫। এরপর ৪৭১টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে কম্পিউটার পয়েন্টের ইউসুফ আলী শামীম, ৪৬২ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লিমিটেডের এ টি শফিক উদ্দিন।
৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন আলী আশফাক (৪৪৬ ভোট), মো. শাহিদ-উল-মুনীর (৪২৬ ভোট), এস এম ওয়াহিদুজ্জামান (৪০৮ ভোট) এবং নাজমুল আলম ভূঁইয়া জুয়েল (৩৯০ ভোট) ।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সেটকম কম্পিউটার লি: এর ব্যবস্থাপনা পরিচালক  স্বদেশ রঞ্জন সাহা এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দি কম্পিউটার লি: এর ব্যবস্থাপনা পরিচালক  খন্দকার আতিক-ই-রব্বানী এবং মাসনুনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক  কামরুল ইসলাম।

এছাড়া নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে সিপ্রোকো কম্পিউটারস লি: এর ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার এবং সদস্য হিসেবে আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার (বিডি) লি: এর পরিচালক  এস কবির আহমেদ এবং কম্পিউটার ডিভাইস এন্ড টেকনোলজির স্বত্বাধিকারী  এ.কে.এম. শামসুল হুদা দায়িত্ব পালন করেন।

(১৬ মার্চ ) বুধবার নির্বাচিতদের মধ্যে  কার্যনির্বাহী কমিটির পদবন্টনের নির্বাচন হবে।

এছাড়া খুলনা ও বরিশালেও ৭ সদস্য বিশিষ্ট শাখা কমিটির নির্বাচন হয়েছে।

তবে,  বিসিএসের ৮টি শাখার মধ্যে (যশোর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম)  ৬টি শাখা কমিটিতে ৭ জন করে প্রার্থী থাকায় তারা আগেই বেসরকারিভাবে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।