ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ টিমকে সাপোর্টের সুযোগ দিতে ইউসি ব্রাউজারের গেইম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
বাংলাদেশ টিমকে সাপোর্টের সুযোগ দিতে ইউসি ব্রাউজারের গেইম

ক্রিকেট মৌসুম উপলক্ষে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ইউসি’ ওয়েব গেইমের প্রথম সিরিজ চালু করেছে।   ৭ মার্চ ইউসি’র ক্রিকেট থিম-ভিত্তিক গেইমটির আনুষ্ঠানিক উন্মুক্ত হয়।

আর এ কয়েকদিনেই প্রায় ১৫ লাখ বাংলাদেশি  খেলেছেন এটি, দেশে মোবাইল গেইমের জগতে যা কিনা নতুন ধারার প্রবর্তন করেছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের প্রধান প্রোডাক্ট হচ্ছে ‘ইউসি ব্রাউজার’, বাংলাদেশে এর মার্কেট শেয়ার ৩০% (স্ট্যাটকাউন্টার অনুসারে)।

বাংলাদেশে এই গেইমের জনপ্রিয়তা সম্পর্কে আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের জেনারেল ম্যানেজার কেনি ইয়ে বলেন, বাংলাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় আর ক্রিকেটপ্রেমীরা বিভিন্নভাবে তাদের দলকে উৎসাহ দিয়ে থাকেন। তাই ক্রিকেটের এই মৌসুমে ভক্তদের তার দলকে সমর্থনের সুযোগ করে দিতে সর্বাধুনিক প্রযুক্তির এইচটিএমএল ৫ সংস্করণে তৈরি গেমটি প্রকাশ করা হয়েছে। খুব সহজেই ইউসি ব্রাউজারে এটি খেলার উপযোগী।

শুধু তাই নয় এই গেসিং গেইমে অংশগ্রহনের মাধ্যমে আকর্ষনীয় পুরষ্কার জিতে নেয়ারও সুযোগ রয়েছে।

ক্রিকেট নিয়ে তৈরি এই গেইম সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, নাসির হোসেনের মত ক্রিকেট তারকারদেরও দৃষ্টি আকর্ষন করেছে।

উল্লেখ্য,  বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ইউসি ব্রাউজারের এমন একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা ছিল আগে থেকেই। যেখানে সবাই একসাথে বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রেরনা দিতে পারবে, এটা তারই প্রতিফলন। এখন শুধু ১১ জনই নয় এর মাধ্যমে পুরো দেশ খেলছে একসাথে।

ওয়েব গেইম ছাড়াও ইউসি ক্রিকেট ভক্তদের জন্য ‘ইউসি ক্রিকেট’র সুবিধা প্রদান করছে। ইউসি ক্রিকেট হচ্ছে ইউসি ব্রাউজারের একটি ইন-অ্যাপ ক্রিকেট বিষয়ক ইউজেট যেটা ক্রিকেটের লাইভ স্কোর, কমেন্ট্রি, খবর, ভিডিও এবং লাইভ টুইট সেবা প্রদান করে।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।