ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্বাধীনতা দিবসে ‘প্রাক প্রাথমিক শিক্ষা’র ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
স্বাধীনতা দিবসে ‘প্রাক প্রাথমিক শিক্ষা’র ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার

বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা বার্ষিকীতে শিশু শিক্ষা বিষয়ক একটি সফটওয়্যার প্রকাশ করছে বিজয় ডিজিটাল। এটি জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত শিশু শ্রেণীর উপযোগী ‘প্রাক প্রাথমিক শিক্ষা’র ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার।



শিশুদের জন্য বর্ণমালা পরিচিতি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বর্ণমালার গান, চারু ও কারু, মিল অমিলের খেলা, পরিবেশ, প্রযুক্তি, স্বাস্থ্য ও নিরাপত্তা, প্রাক গাণিতিক ধারনা, সংখ্যার ধারনা ও সংখ্যার গান দিয়ে তৈরি হয়েছে সফটওয়্যারটি।

এর উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড সংস্করণ ২৬ মার্চ প্রকাশিত হবে এবং পরদিন থেকে বিজয় ডিজিটাল, আনন্দ কম্পিউটার্স ও পরমা সফট নামক তিনটি প্রতিষ্ঠানের অফিস ও শোরুমে পাওয়া যাবে।

সফটওয়্যারটি উইন্ডোজ ৮.১ বা ১০ অপারেটিং সিস্টেম চালিত ট্যাব, ডেস্কটপ এবং ল্যাপটপে চলবে। এছাড়া অ্যান্ড্রয়েড ৪.০৩ থেকে তার পরের সংস্করণের স্মার্টফোন এবং ট্যাবেও এটি কাজ করবে।

বিজয় ডিজিটাল, প্রতিষ্ঠানটি শিশু-শিক্ষাকে ডিজিটালে রুপান্তর করতে কাজ করছে অনেকদিন ধরে। এখন পর্যন্ত তারা বিজয় শিশু শিক্ষা, বিজয় শিশু শিক্ষা ১, বিজয় শিশু শিক্ষা ২, বিজয় প্রাথমিক শিক্ষা ১ এবং বিজয় প্রাথমিক শিক্ষা ২ সফটওয়্যার প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়:  ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসজেডএম 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।