ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এমপিথ্রি পোর্টেবল ব্যাগপ্যাক বাজারে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এমপিথ্রি পোর্টেবল ব্যাগপ্যাক বাজারে

বিশ্বখ্যাত ব্যাগ নির্মাতা প্রতিষ্ঠানের ব্যানারে ব্যাগ আমদানিকারকরা যখন ব্যবসা করতে ব্যস্ত, তখন উন্নতমানের ব্যাগ গ্রাহকদের হাতে তুলে দিতে নিজেদের ব্যানারে সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছেন ব্যাগ প্যাকার্সের কর্ণাধর রিয়াজ আহামেদ বাবু।

ব্যাগ প্যাকার্স এবার তৈরি করছে নিজেদের ব্রান্ডেরই ব্যাগ ।

এই ব্যাগের ডিজাইন করেছে ব্যাগ প্যাকার্স এবং তৈরি করেছে চীন।

গ্রাহকদের দারুণ এক অভিজ্ঞতা দিতে এসব ব্যাগপ্যাকেই  রয়েছে গান শোনার বিশেষ ব্যবস্থা। ব্যাগের বামপাশে উপরের দিকে যুক্ত করা হয়েছে এয়ারফোন পোর্ট আর ব্যাগের ভিতর অংশে রয়েছে একটি ০.৫ মিমি. জ্যাক। এই এয়ারফোনের জ্যাকটি মোবাইলে সংযুক্ত করতে হবে। এছাড়া অনেকক্ষণ ব্যাগ কাঁধে রাখার পরও যাতে পিঠে ব্যাথা না হয় সেজন্য ব্যাগপ্যাকগুলোর পিঠের অংশে ব্যবহৃত হয়েছে পেডিং সিস্টেম।

ওয়াটার প্রুফের তিনটি মডেলের প্রত্যেকটি ব্যাগপ্যাকেই ফ্রি দেয়া হচ্ছে  একটি  এয়ারফোন।

মডেল তিনটির দাম যথাক্রমে ২ হাজার ৮০০ টাকা, ১ হাজার ৭৫০ টাকা, ১ হাজার ৬৫০ টাকা।

ব্যাগপ্যাকার্সের ই-কমার্স সাইট (www.bagpackersbd.com) এবং রাজধানীর মোহাম্মাদপুরের জাকির হোসেন রোডের নিজস্ব তিনটি শোরুম ছাড়াও রাজধানীর ব্যাগের দোকানগুলোতে  “রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা আমির কমপ্লেক্স, গুলশান ডি সি সি মার্কেট, বাইতুল মোকাররম, মিরপুরের শাহ আলী মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, মুক্তি প্লাজা, চক বাজার, আজিজ সুপার মার্কেট, শাহবাগ ও নিউ মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট” ব্যাগগুলো পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।