ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হ্যান্ডসেট কিনলে থাইল্যান্ড ভ্রমন!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
হ্যান্ডসেট কিনলে থাইল্যান্ড ভ্রমন!

হ্যান্ডসেট কিনলে বিনামূল্যে ভ্রমন করা যাবে থাইল্যান্ড! দারুণ এই সুযোগটি বাংলাদেশের গ্রাহকদের জন্য ঘোষণা করেছে চীনের আইসিটি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

‘ফ্লাই টু থাই’ ক্যাম্পেইনের আওতায় হুয়াওয়ে ব্র্যান্ডর বিভিন্ন মডেলের হ্যান্ডসেটে এছাড়াও রয়েছে চমকার সব অফার।

০১ এপ্রিল শুক্রবার থেকে অফারটি টানা একমাস চলবে। আর প্রতিদিন বিক্রিত মডেলগুলো নিয়ে লটারির মাধ্যমে একজন থাইল্যান্ড যাওয়ার টিকিট,  দুজন হুয়াওয়ে ট্যাব এবং ১০জন পাবেন হুয়াওয়ে ব্র্যান্ডের উন্নত পাওয়ার ব্যাংক। এছাড়া প্রতিটি ক্রেতা ১০ হাজার টাকা বা তার চেয়ে বেশি দামের হ্যান্ডসেট কিনলেই দারুণ একটি টি-শার্ট পাবেন।

বাংলাদেশের বিভিন্ন বয়সী মোবাইল ফোন ব্যবাহরকারীদের চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যে বেশ কয়েকটি আধুনিক ডিভাইস এনেছে হুয়াওয়ে।

এ প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের সহজে ও স্বাচ্ছন্দে ব্যবহারের জন্য নিত্য-নতুন ডিভাইস তৈরি নিয়ে প্রতিনিয়ত আমরা কাজ করছি। ডিভাইস ক্রয় করে থাইল্যান্ড যাওয়ার টিকিট সহ চমৎকার এ অফারগুলো তরুণ প্রজন্মসহ সবার কাছেই আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হবে বলে মনে করি আমরা। ক্রেতাদের জন্য সবসময় নতুন কিছু করার প্রয়াস আমাদের সবসময় থাকবে।      

‌উল্লেখ্য, আগামী রোববার থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারসহ সারাদেশের ৬৪টি জেলার রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলোতে হুয়াওয়ে-এর ‘ফ্লাই টু থাই’ অফারটি উপভোগ করতে পারবেন ক্রেতারা।

প্রসঙ্গত, বৈশ্বিক স্মার্টফোন বাজারের দ্রুত বিস্তারের দিকটি নজরে রেখে প্রতিষ্ঠানটি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের উপযোগী উন্নতমানের ফোন তৈরি করে যাচ্ছে। বর্তমানে বিশ্বে হুয়াওয়ে দ্রুতগতির বিকাশমান একটি ব্র্যান্ড। গতবছর সারাবিশ্বে ১০৮ মিলিয়ন স্মার্টফোন রপ্তানী করে প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ প্রবৃদ্ধি ঘটে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।