ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক কমপ্ল্যায়েন্স সপ্তাহ পালন করবে ৩-৭ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
বাংলালিংক কমপ্ল্যায়েন্স সপ্তাহ পালন করবে ৩-৭ এপ্রিল

ঢাকা: এপ্রিল মাসের প্রথম সপ্তাহকে কমপ্ল্যায়েন্স সচেতনতা সপ্তাহ হিসেবে ঘোষণা করেছে বাংলালিংক। টেলিকম শিল্পে একটি অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করার প্রত্যয় নিয়ে ৩ থেকে ৭ এপ্রিল বাংলালিংকের এই উদ্যোগ।

বিশ্বে আন্তর্জাতিক কোম্পানিগুলোর বিধিসম্মতভাবে সঠিক কাজ করাকে বলা হয় কমপ্ল্যায়েন্স।

শনিবার (০২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, ডিজিটালই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের অভিযাত্রার পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকও নিজেদের এই অগ্রযাত্রার জন্য তৈরি করছে।

“বাংলালিংক বিশ্বাস করে ডিজিটালাইজেশনে বিপুল সম্ভাবনার পাশাপাশি কিছুটা ঝুঁকিও রয়েছে। ডিজিটাল জগতে কমপ্ল্যায়েন্স হলো টেকসই ব্যবসায়িক উন্নয়নের অন্যতম মূল পরিচালক। কমপ্ল্যায়েন্সের ব্যাপারে সচেতনতা এবং এর যথাযথ চর্চা কোম্পানির অভ্যন্তরে শুরু হয়ে তা ক্রমশ একটি কোম্পানির ব্যবসায়িক অংশীদার পর্যন্ত যেসব ক্ষেত্রে তার কার্যক্রম পরিচালনা করে, সে পর্যন্ত প্রসার হওয়া উচি‍ৎ। এই বিশ্বাসকে সামনে রেখে বাংলালিংক এপ্রিল মাসের প্রথম সপ্তাহকে কমপ্ল্যায়েন্স সচেতনতা সপ্তাহ হিসেবে ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি কোম্পানিকে প্রতিযোগিতামূলক এবং সক্রিয় হতে হলে এর কর্মীদের অত্যন্ত দক্ষ হতে হবে। সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ, বিশ্বের সেরা কমপ্ল্যায়েন্স চর্চা এবং সর্বাধুনিক প্রযুক্তিগত উন্নয়নের সাথে পরিচিত থাকার মাধ্যমে তারা আরও উন্নত কর্মীতে পরিণত হবেন। বাংলালিংক এই সব কার্যক্রমের মাধ্যমে তার কর্মীদের দক্ষতা বৃদ্ধি করতে বধ্যপরিকর।

বাংলালিংকের কোড অব কনডাক্ট (সিওসি) কোম্পানির ব্যবসায়িক মূলনীতি বর্ণনা করে যেন কর্মীরা তা অনুধাবন এবং তাদের কাজে প্রয়োগ করতে পারেন। আসন্ন ডিজিটাল বিপ্লবের দিনগুলোতে বাংলালিংক কমপ্ল্যায়েন্স সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে যা ব্যবসায়িক অংশীদার, সরবরাহকারী এবং প্রোডাক্ট বিক্রেতা পর্যন্ত বিস্তৃত।

বাংলালিংকের বাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস্ বলেন, বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা এবং সফল হতে হলে একটি কোম্পানিকে আরও ডিজিটাল এবং কমপ্ল্যায়েন্সের ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি উল্লেখ করেন, আমরা নতুন একটি ডিজিটাল যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। যার ফলে আমরা আরও দ্রুত, প্রতিযোগী মনোভাব, প্রক্রিয়া-কেন্দ্রিক এবং সর্বোচ্চ নৈতিক গুণ-মানসম্পন্ন হয়ে উঠবো। কমপ্ল্যায়েন্স সপ্তাহ ইন্ডাস্ট্রিতে কমপ্ল্যায়েন্ট হবার ব্যাপারে একটি অনুসরণীয় উদাহরণ স্থাপন করবে এবং আমাদেরকে উন্নত ব্যবসায়িক বৃদ্ধির দিকে এগিয়ে নেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাইরে শ্রেষ্ঠ চর্চা নিশ্চিত করতে বাংলালিংকের একটি নিবেদিত কমপ্ল্যায়েন্স টিম আছে, যারা বাংলালিংক কর্মী এবং ব্যবসায়িক অংশীদারদেরকে কোড অব কনডাক্ট বুঝতে এবং যথাযথভাবে মেনে চলতে সহায়তা করে। এই টিমটি সব অংশীদারদের সাথে নিয়মিত প্রশিক্ষণ এবং পর্যালোচনার মাধ্যমে একটি শক্তিশালী নৈতিক সংস্কৃতি সৃষ্টির ব্যাপারে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬/আপডেট: ১৯৩৮ ঘণ্টা.
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।