ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে’র গত বছরের আয় ৬০.৮৪ বিলিয়ন ডলার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
হুয়াওয়ে’র গত বছরের আয় ৬০.৮৪ বিলিয়ন ডলার

২০১৫ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ সারির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ এবং কনজ্যুমার বিজনেস গ্রুপ (বিজিএস) সেক্টর থেকে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব সেক্টর থেকে চীনভিত্তিক এই প্রতিষ্ঠানের বার্ষিক আয় প্রায় ৬০.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে লাভ প্রায় ৭.০৫ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এবার হুয়াওয়ে’র আয় বেড়েছে ৩৭.১% বেশি।

২০১৫ সালে নেটওয়ার্ক বিষয়ক ব্যবসা কেরিয়ার বিজি থেকে বার্ষিক আয় হয় ৩৫.৭৮ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে প্রবৃদ্ধির হার ২১.৪%। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক স্থাপন এ প্রবৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছে হুয়াওয়ে।

এন্টারপ্রাইজ ব্যবসা থেকে এসেছে ৪.২৫ বিলিয়ন মার্কিন ডলার, যাতে প্রবৃদ্ধির হার ৪৩.৮%।

আর কনজিউমার বিজনেস গ্রুপ (বিজি)-এর বার্ষিক আয় ১৯.৮৯ বিলিয়ন মার্কিন ডলার যেখানে প্রবৃদ্ধির হার ৭২.৯%।

এ বিষয়ে প্রতিষ্ঠানের ডেপুটি চেয়ারম্যান ও আবর্তিত প্রধান নির্বাহী কর্মকর্তা গুয়ো পিং বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘ মেয়াদী সফলতা অর্জন করেছে হুয়াওয়ে যা বিশ্বের ডিজিটাল অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে। আরো বলেন, কৌশলগত পরিকল্পনা ও বিপুল অর্থ বিনিয়োগ আমাদেরকে সফলতা ও প্রবৃদ্ধি এনে দিয়েছে। আগামী তিন থেকে পাঁচ বছরে আমরা বিশেষভাবে কানেক্টিভিটি, ভার্টিক্যাল ইন্ডাস্ট্রি এবং নেটওয়ার্ক ক্ষমতার উন্নয়নে কাজ করব।

বিশ্বকে একটি উন্নত সম্পর্কের আওতায় নিয়ে আসার লক্ষে মুক্ত, সহযোগিতামূলক মনোভাব এবং দৃঢ় প্রতিশ্রুতির মিশেল ঘটিয়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রযুক্তিখাতকে আরো বেশি সম্প্রসারণের প্রত্যাশা হুয়াওয়ের।

প্রতিষ্ঠানটির সিএফও সাব্রিনা মেং বলেন, ২০১৫ সাল দুর্দান্ত সফলতার মধ্য দিয়ে কেটেছে। স্বচ্ছল অর্থ লেনদেন, নিরলস কাজ এবং ব্যবসায়িক ঝুঁকি আমাদেরকে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে নিয়ে গেছে। চলতি বছর আমরা আমাদের পাইপলাইনের পরিকল্পনাগুলো কৌশলগত উপায়ে সম্পন্নের জন্য নব উদ্যোমে কাজ শুরু করে দিয়েছি। পাশাপাশি গ্রাহককেন্দ্রিক পণ্য ও সেবার ক্ষেত্রে প্রচেষ্টা ভবিষ্যতে আরো বেশি কার্যকরভাবে অব্যাহত থাকবে। আর সেভাবেই আমরা পরিচালনা পর্ষদসহ সকল কর্মীদের উদ্বুদ্ধ করছি।

উল্লেখ্য, হুয়াওয়ের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন তাদের আর্থিক বিবৃতি অনুযায়ী সম্পন্ন করেছে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম কেপিএমজি।

প্রসঙ্গত, প্রযুক্তিগত অবকাঠামো এবং আরঅ্যান্ডডি’তে গত ২০ বছর ধরে বিপুল অর্থ বিনিয়োগ করেছে হুয়াওয়ে। ২০১৫ সালেই কেবল গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ মোট বার্ষিক আয়ের ১৫.১% যার পরিমাণ ৯.১৮ বিলিয়ন মার্কিন ডলার। গত এক দশকে গবেষণা ও উন্নয়নে তাদের ব্যয়কৃত অর্থের পরিমান ৩৬.৯৭ বিলিয়ন ডলারেরও বেশি।

গ্রাহককদের উন্নতমানের সেবা দিতে প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ডিভাইস ও ক্লাউড কম্পিউটিং নিয়ে গঠনমূলক কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসজেডএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।