ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলায় ‘ভালোবাসা ভালোবাসি’ স্টিকার প্যাক আনলো ভাইবার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
বাংলায় ‘ভালোবাসা ভালোবাসি’ স্টিকার প্যাক আনলো ভাইবার

ঢাকা: ইন্টারনেটের মাধ্যমে কথা বলা ও খুদে বার্তা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ভাইবার বাংলায় ‘ভালোবাসা ভালোবাসি’ নামে স্টিকার চালু করেছে। এ স্টিকার ব্যবহার করে যেকেউ তার প্রিয়জনকে নিজের ভালোবাসার কথা জানাতে পারবেন।

 

ভাইবার জানায়, শুধুমাত্র বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এ ফ্রি স্টিকার চালু করেছে। এতে উম..., থ্যাংকস, উফ!!!, তুমি আর আমি!!, ও আমার ময়না গো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, ভুলোনা আমায়, হি হি হি!! অন্ধ প্রেমিক, তুমি আমার কলিজার টুকরা, আমি দুঃখিত, তুমি কোথায়, এতো দেরি কেন?, শুভ রাত্রি, শুভ সকালসহ বিভিন্ন স্টিকার রয়েছে।

এ বিষয়ে ভাইবারের দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক প্রধান অনুভব নায়ার বলেন, গত বছর বাংলাদেশে ভাইবার পাবলিক চ্যাটের যাত্রা শুরুর পর আমরা আরো নতুন কিছু দিতে চেয়েছিলাম। এরই ধারাবাহিকতায় ‘ভালোবাসা ভালোবাসি’ চালু করা হলো। এর মাধ্যমে বাংলাদেশিরা নিজের ভাষায় ভালোবাসার অনুভূতি আরো গভীরভাবে প্রকাশ করতে পারবেন।  

‘একটি স্টিকার হাজার শব্দের সমতুল্য’ উল্লেখ করে নায়ার বলেন, বিশ্বে স্টিকারের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। শুধুমাত্র গতবছরই বিশ্বব্যাপী ২২ বিলিয়ন (দুই হাজার দু’শ’ কোটি) স্টিকার পাঠানো হয়েছে। স্টিকার চ্যাট অ্যাপ ব্যবহারকারীদের নিজের ভালোবাসার মানুষ ও পরিবার-পরিজনের সঙ্গে বিশেষ উপায়ে যোগাযোগ করতে সাহায্য করে।

পাবলিক চ্যাট হিসেবে ভাইবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।