ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিডিওএসএন’র উদ্যোগে ঢাকায় ক্রিপ্টোগ্রাফী নিয়ে কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
বিডিওএসএন’র উদ্যোগে ঢাকায় ক্রিপ্টোগ্রাফী নিয়ে কর্মশালা

বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত ক্রিপ্টোপার্টির অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় ক্রিপ্টোগ্রাফী বিষয়ে কারিগরি কর্মশালা।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহায়তায় সোমবার (০৪ এপ্রিল) আইআইটি ভবনে কর্মশালাটির আয়োজন করা হয়।

৩৫ জন শিক্ষার্থীসহ আগ্রহীরা এতে অংশ নেয়।

গ্রীসের গ্রিক রিসার্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্কের সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জর্জ কার্গিওট্যাকিশ কর্মশালাটি পরিচালনা করেন।   কিভাবে ইন্টারনেট দুনিয়ায় নিজেদের ব্যক্তিগত তথ্যাদি সুরক্ষিত রাখা যায়  এবং কোন পদ্ধতিতে সেটা হয় হাতে কলমে তিনি সেগুলো দেখিয়ে দেন। সেইসাথে কি কি পদ্ধতি অবলম্বন করলে ইন্টারনেটে নিজেদের ব্যক্তিগত তথ্যাদি নিরাপদ রাখা যায় তা তুলে ধরেন।

আইআইটির সহকারী অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন (রাজু), প্রভাষক অমিত শীল, বিডিওএসএনের সহ-সাধারণ সম্পাদক ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী (হাছিব), বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, ক্রিয়েটিভ কমন্স বাংলাদেশের পাবলিক লিড নাসির খান সৈকত, বিডিওএসএনের কোষাধ্যক্ষ প্রমি নাহিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের গবেষণা সহযোগী তুষার চক্রবর্তীসহ অনেকে এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জর্জ কার্গিওট্যাকিশের হাতে বিডিওএসএনের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।