ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এওআর সলিউশন প্রদানে টপ অব মাইন্ডের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এওআর সলিউশন প্রদানে টপ অব মাইন্ডের চুক্তি

ঢাকা: উদ্ভাবনী মিডিয়া সেবার জন্য টপ অব মাইন্ডের সাথে চুক্তি সাক্ষরিত হয়েছে গাজী গ্রুপের।

 

সংশ্লিষ্ট সুত্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী গাজী গ্রুপ তাদের মিডিয়া এওআর (এজেন্সি অব রেকর্ড) হিসেবে নিযুক্ত করেছে টপ অব মাইন্ডকে।

ফলে এখন থেকে টিভি, প্রিন্ট, ডিজিটাল, রেডিও ও আউট-অব-হোম মাধ্যমে গাজী গ্রুপকে প্রয়োজনীয় সব সেবা দিবে টপ অব মাইন্ড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুরতজা ও নির্বাহী পরিচালক এম সালাহউদ্দীন চৌধুরী এবং টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াউদ্দিন আদিল উপস্থিত ছিলেন।

‌চুক্তি সম্পর্কে জিয়াউদ্দিন আদিল বলেন, গাজী গ্রুপ দেশের একটি অন্যতম ব্যবসায়িক শিল্পগোষ্ঠী, বেশ কয়েকটি শিল্পে তাদের ভাল অবস্থান রয়েছে। এ ধরনের একটি শিল্পগোষ্ঠীর মিডিয়া এওআর সলিউশন্স সেবা প্রদানকারী নিযুক্ত হতে পেরে টপ অব মাইন্ড আনন্দিত। টপ অব মাইন্ডের দীর্ঘ অভিজ্ঞতা প্রয়োগ করে প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় গাজী গোলাম মুরতজা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এখন সামনের দিকে যেতে চাই এবং আশা করি যে এটি আমাদের জন্য খুবই সৃজনশীল হবে। আজকের দিনে ও যুগে একটি প্রতিষ্ঠানকে অবশ্যই নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রতিযোগিতায় অবতীর্ণ থাকতে হয়।

প্রসঙ্গত, গাজী গ্রুপ রাবার, প্লাস্টিক খাতেই নয় ডিস্ট্রিবিউশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), কমিউনিকেশন, রিয়েল এস্টেট, ব্যাংকিং, ইনস্যুরেন্স এবং মিডিয়া ব্যবসায়েও নিয়োজিত রয়েছে।

অপরদিকে ২০০৭ সাল থেকে টপ অব মাইন্ড স্থানীয় ও বহুজাতিক অনেক নামকরা কোম্পানি ও সংস্থাকে ডিজিটাল, প্রিন্ট ও আউট-অব-হোম মিডিয়ার মাধ্যমে এওআর সলিউশন দিয়ে খ্যাতনামা হিসেবে পরিচিতি লাভ করেছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।