ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজয়ীদের ২২ লাখ টাকার পুরস্কার দিচ্ছে ইউসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
বিজয়ীদের ২২ লাখ টাকার পুরস্কার দিচ্ছে ইউসি

আইসিসি টি২০ বিশ্বকাপ চলাকালে ইউসি ব্রাউজারে গেম খেলে বিভিন্ন ক্যাটাগরিতে যারা পুরস্কার জিতেছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী তিন ক্যাটাগরিতে মোট ২২ লাখ টাকার পুরস্কার জিতেছেন বাংলাদেশিরা।

আইসিসি টি২০ বিশ্বকাপ শুরুর একদিন আগে (৭ মার্চ) ইউসি ব্রাউজার অনলাইনে এই গেম প্রতিযোগিতা শুরু করে। বিশ্বকাপ ফাইনালের পরদিন (৪ এপ্রিল) পর্যন্ত মোট ৪৫ লাখের বেশি বাংলাদেশি এই গেমে অংশগ্রহণ করেন।

ইউসি ব্রাউজারের নিজস্ব ফেসবুক পেজে সোমবার (১১ এপ্রিল) বিজয়ীদের নাম ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী প্রথম পুরস্কার বিজয়ী ২ লাখ ৪০ হাজার, দ্বিতীয়জন ১ লাখ ২০ হাজার টাকা এবং তৃতীয় ও চতুর্থ বিজয়ী প্রত্যেকে ৬০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার নগদ অর্থ পুরস্কার পাবেন।

নগদ অর্থ পুরস্কার বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যক্তির আইডি নাম্বার হচ্ছে যথাক্রমে: “১৬০১-৫০৬৭১৮৮৩৮৫-ধভব২৮৯৬০, ১৬০৩-৬৮৮৭০৪২২২৫-৭৫ধধব৩১ফ, ১৬০২-১২৩১০৪৪৩৭২০-৭ফ২ধ১ভ৮৩ এবং ১৫০৯-১৪৮৪৯৭৭৫৮৫৭-ধব৪৯প৮৬৮”।

এছাড়া সিম্ফনি এইচ১৭৫ এবং ভি৪৯ মডেলের হ্যান্ডসেট পাচ্ছে ২২ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে গেম প্রতিযোগিতা আয়োজন করে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ইউসি। এইচটিএমএল৫ সংস্করণ নির্ভর গেমটিতে নিজের পছন্দের দলকে সমর্থন জানানোরও সুযোগ ছিল। গেইমের পাশাপাশি ক্রিকেট খেলার সর্বশেষ তথ্য, সংবাদ, ভিডিও, টুইট, ছবি. ধারাবিবরণীসহ নানা ফিচার ছিল ইউসি ক্রিকেটে।

ক্রিকেট বিষয়ক এই গেমটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, নাসির হোসেনের মতো ক্রিকেট তারকাদেরও দৃষ্টি আকর্ষণ করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।