ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাস-ট্যাক্সিতে ইন্টারনেট সেবা চালু করলো রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বাস-ট্যাক্সিতে ইন্টারনেট সেবা চালু করলো রবি ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে দেশজুড়ে ইটারনেট সেবা পৌঁছে দিতে বৃহৎ প্রকল্প হাত নিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে ১শ’ বাস ও ১শ’ ট্যাক্সিতে বিনামূল্যে এই সেবা চালু করা হয়েছে।


 
এছাড়া আগামী ছয় মাসে ৫০০টি শীর্ষস্থানীয় রেস্তোরাঁ, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১শ’ শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি পাবলিক প্লেস (বিমানবন্দর ও রেলস্টেশন) এবং ৩৫০টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াই-ফাই সেবা দেবে অপারেটরটি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং চিফ করপোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার লোকাল বাস ও ট্যাক্সি ছাড়াও ঢাকা-চট্টগ্রাম রুটে কিছু বাসে ইন্টারনেট সেবা পাবেন যাত্রীরা।
 
ওয়াইফাই হটস্পট স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য অ্যাকসেসটেল, কিউবি ও আমরা টেকনোলজি’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে রবি। বাস ও ট্রেনে ওয়াইফাই স্থাপনের জন্য চুক্তি হয়েছে কোলেস’র সাথে।
 
অনুষ্ঠানে জানানো হয়, যেসব গ্রাহকরা কমপক্ষে ১ জিবি’র মোবাইল ইটারনেট প্যাক কিনছেন তারা এ ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন।

বাস, ট্যাক্সি ও ট্রেনে ওয়াই-ফাই ব্যবহার উপযোগী মোবাইল ফোন থাকলে যে কেউ বিনামূল্যে ইটারনেট ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে ওয়াইফাই’র জন্য বিভিন্ন ডাটা বান্ডেল অফার প্রদান করবে রবি।
 
রবি’র পক্ষ থেকে জানানো হয়, বাস ও ট্যাক্সিক্যাবে যে কোন অপারেটর এবং হটস্পটগুলোতে রবি’র গ্রাহকরা এই সেবা পাবেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে তারানা হালিম বলেন, আমার স্বপ্ন ছিল বাস, পাবলিক প্লেসে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছানো, সেই স্বপ্ন বাস্তবায়নে রবিকে ধন্যবাদ জানাই।

তারানা হালিম বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে আমাদের মূল লক্ষ্য ইন্টারনেট সাশ্রয়ী ও সহজলভ্য করা এবং প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি।
 
রবি’র উদ্যোগের ফলে মানুষের ইন্টারনেট ব্যবহার বাড়বে জানিয়ে প্রতিমন্ত্রী অন্যান্য অপারেটরগুলোর এমন কার্যক্রমে তরান্বিত হবে।
 
ওয়াইফাই উদ্যোগ চালু করার মাধ্যমে রবি’র ইন্টারনেট সেবা সর্বত্র চালু ছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘ইন্টারনেট ফর ইউ’ প্রকল্পের কথা উল্লেখ করেন। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে নিরাপদ ও যুযোগযোগী ব্যবহার নিশ্চিত হবে।

তিনি মনে করেন, জনগণ যেহেতু ক্রমশ ডিজিটাল জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠছে, তাই উচ্চগতির ইন্টারনেটের চাহিদা মেটাতে এই পদক্ষেপ সহায়ক হবে।

‘ইন্টারনেট ফর ইউ’ এবং ‘ইন্টারনেট ফর অল’- স্লোগান অচিরেই বাস্তবায়িত হবে, বলেন প্রতিমন্ত্রী।
 
এর আগে জাতীয় তথ্য বাতায়নের সেবায় যুক্ত হওয়ায় রবিকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রাপ্তির যে অধিকার তা নিশ্চিত হবে।
 
রবি’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সুপুন বীরাসিংহে বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রবি অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য বাস্তবায়নের মূল হাতিয়ার ইন্টারনেটের সহজলভ্যতা। এজন্য ডিজিটাল বৈষম্য দূর করতে কাজ করে যাচ্ছে রবি।
 
ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পাশাপাশি দেশের স্থিতিশীল উন্নয়ন ও অগ্রগতি অর্জিত হবে বলে মনে করেন রবি’র সিইও।
 
রবি’র সিসিপিও মতিউল ইসলাম নওশাদ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোম্পানির প্রত্যয়ের কথা ব্যক্ত করে বলেন, ওয়াইফাই প্রযুক্তি সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারবে।
 
প্রতিমন্ত্রী তারানা হালিম পরে হোটেলের বাইরে একটি বাসে ইন্টারনেট সেবার উদ্বোধন করেন।
 
এছাড়া উপস্থিত ছিলেন ওয়াইফাই হটস্পট স্থাপনের জন্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬/আপডেট: ১৫৫৪ ঘণ্টা
এমআইএইচ/জেডএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।