ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ট্যাবলেট পিসি ছাড়বে অ্যাসার

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১১
দেশে ট্যাবলেট পিসি ছাড়বে অ্যাসার

মধ্যবিত্তের খুদে ডিজিটাল পণ্যের খোরাক মেটাতে অ্যাসার সব সময়ই খানিকটা এগিয়ে। দেশের বাজারে আসন্ন আইকোনিয়া সিরিজের অভিনব পণ্যগুলো এ কথাই বলবে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এখন বিশ্বজুড়ে টাচস্ক্রিন (স্পর্শক) আদলের ট্যাবলেট পণ্যের চাহিদা তুঙ্গে। এ ধারাবাহিকতায় আবারও অ্যাসার তার ভক্তদের জন্য এনেছে আইকোনিয়া সিরিজের ট্যাবলেট পণ্য।

অ্যানড্রইড অপারেটিং সিস্টেমযুক্ত হওয়ায় এ পণ্যেও বাজার আগে থেকেই তৈরি হয়ে আছে। অপেক্ষা শুধু এ জাদুকরি স্পর্শের। এ ট্যাবলেট পণ্যের মূল পর্দা ১০.১ ইঞ্চি বিশিষ্ট।

অন্য সব বৈশিষ্ট্যের মধ্যে আছে অ্যালুমিনিয়াম প্ল্যাস্টিক প্যানেল, রিমুভেবল প্যানেল, সিম এবং এসডি কার্ড সংযোগ সুবিধা, ১৬ জিবি বিল্টইন মেমোরি কার্ড রিডার ছাড়াও ৬৪ জিবি পর্যন্ত বর্ধিত এসডি কার্ড রিডারের সুবিধা উপভোগ করা যাবে। এ ট্যাবলেটের দৃষ্টি আকর্ষণে আছে ৮০০ বাই ১২৮০ পিক্সেল এলসিডি ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল এলইডি ফ্যাস ক্যামেরার সঙ্গে আছে অটো-ফাকাস।

বহনে হালকা, পাতলা পুরুত্ব, আকর্ষণীয় ডিজাইনসমৃদ্ধ অবয়ব, সর্বাধুনিক প্রযুক্তিযুক্ত এবং দামের তুলনায় এ পণ্যটি দেশের বাজারে প্রতিদ্বন্দ্বীদের সামনে শক্ত প্রতিপক্ষ হিসেবেই নিজেদের উপস্থাপন করতে চাইছে।

এ আইকোনিয়া সিরিজ ট্যাবলেট পণ্যের সহকারি বিপণন ব্যবস্থাপক প্রদীপ ঘোষ বাংলানিউজকে জানান, সাত এবং ১০ ইঞ্চি বিশিষ্ট দুটি মডেলের ট্যাবলেট পণ্য দেশের বাজারে প্রাথমিকভাবে অবমুক্ত করা হবে। এ তালিকায় স্মার্টফোনও থাকবে।    

এ পণ্য আন্তর্জাতিক বাজারে ৪৫০ ডলারে বিক্রি হচ্ছে। এ হিসাবে দেশের বাজারে এর দাম ৪০ হাজারের কাছাকাছি হতে পারে বলে এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র জানিয়েছে। ১৩ জুলাই এ সিরিজের ট্যাবলেট পণ্য দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হবে।

বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১১   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।