ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’র সঙ্গে বাগডুম ডটকমের চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ৪, ২০১৬
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’র সঙ্গে বাগডুম ডটকমের চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লাইফস্টাইল প্রোডাক্টের দেশিয় প্লাটফর্ম বাগডুম ডটকমের সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (আন্তর্জাতিক ব্যাংক) সমঝোতা চুক্তি হয়েছে।

সম্প্রতি এই চুক্তি সাক্ষর হওয়ায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে বাগডুম ডটকমের ওয়েবসাইট থেকে গ্রাহকরা যেকোনো পণ্য কিনলে অতিরিক্ত ৮% মূল্যছাড় পাচ্ছেন।

দেশের দুই প্লাটফর্মের শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠানের এমন একটি উদ্যোগ নেয়ার বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব রিটেইল আদিত্য মান্ডলোই বলেন, বাগডুম ডটকমের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। প্রতিনিয়ত আমরা আমাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের অফার উপস্থাপনের চেষ্টা রাখি। এই চুক্তি গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক সেবা ব্যবস্থা বৃদ্ধি ও লেনদেনের পয়েন্ট বাড়ানোর অঙ্গিকারের মাইলফলক বলে মনে করছেন তিনি।

সৈয়দা কামরুন আহমেদ, বাগডুম ডটকমের সিইও বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরাও অনেক উৎফুল্ল। ‌এটি সফল একটি উদ্যোগ বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে অনলাইনে কেনাকাটায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার বৃদ্ধি এবং ক্রেতাদের খরচের যথাযথ মূল্যের দিকটি নিশ্চিত হবে।

প্রসঙ্গত, এখনই ডটকম থেকে রি-ব্র্যান্ড হওয়া বাগডুম ঝামেলাহীনভাবে লাইফস্টাইল প্রোডাক্ট ক্রয়ের দিকটিতে গুরুত্ব দিয়ে থাকে।

ই-কমার্স প্রতিষ্ঠানটির দেশব্যাপী ডেলিভারির ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ০৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।