ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বজ্রপাতে বিকল ৫০০ টেলিফোন ঠিক হবে ৫ দিনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ৪, ২০১৬
বজ্রপাতে বিকল ৫০০ টেলিফোন ঠিক হবে ৫ দিনে

ঢাকা: বজ্রপাতের কারণে রাজধানীর বারিধারার জাপানি স্কুল সংলগ্ন দু’টি কেবিনেট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ এলাকার ৫শ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

১ মে দিনগত রাতে খিলবাড়ীরটেক, নুরেরচালা, শাহাজাদপুর গ ব্লক, বারিধারা জে ব্লকের রোড নং-২/বি, ২/সি, ২/ডি, ১/এ, নবধারা স্কুল রোড, সমতা সড়ক, একতা সড়ক, বউবাজার, প্রগতি সরণির পূর্ব পাশের (আমেরিকান ওয়্যার হাউজ থেকে সুবাস্তু নজর ভ্যালি টাওয়ার পর্যন্ত) এলাকাগুলোর টেলিফোন বিকল হয়।

বুধবার (৪ মে) বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে ক্যাবল প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করা যায় আগামী ৪/৫ দিনের মধ্যে বিকল টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে।

গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দ‍ুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।