ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চলছে দ্বিতীয় দিনের ল্যাপটপ মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
চলছে দ্বিতীয় দিনের ল্যাপটপ মেলা ছবি: দিপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলার দ্বিতীয় দিনের বিকিকিনি চলছে।

এক্সপো মেকার আয়োজিত মেলায় শনিবার (১৪ মে) সকাল দশটায় স্টলগুলো খোলার পর থেকেই ক্রেতারা আসতে শুরু করেছেন।

তবে লোক সমাগম এখনো জমে ওঠেনি।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা রুমন হায়দার বলেন, শনিবার ছুটির দিনে বিকেলে অন্য কাজ রয়েছে। তাই সকাল সকাল চলে এসেছি।

ক্রেতারা যখন আসতে শুরু করেছেন, অনেক স্টলে তখনো চলছে গুছিয়ে নেওয়ার কাজ।

বিআইসিসি'র কার্নিভাল ও হারমুনি হলে চলছে তিনদিনের ১৭তম এ ল্যাপটপ মেলা। রোববার (১৫ মে) পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলার ৫৪টি স্টল খোলা থাকবে।

শুক্রবার (১৩ মে) প্রথম দিনে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ভালো ছিল। বিক্রেতারা দ্বিতীয় দিনেও ভালো সাড়া পাবেন বলেই আশা প্রকাশ করছেন।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।