ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লোডশেডিংয়ে হাতপাখার বাতাস দেবে ‘পাঙ্খা কম্বো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ১৪, ২০১৬
লোডশেডিংয়ে হাতপাখার বাতাস দেবে ‘পাঙ্খা কম্বো’

ঢাকা: লোডশেডিংয়ে গরম থেকে রেহাই পেতে হাতপাখার শীতল বাতাস কে না চায়। সেই ভাবনা থেকেই গ্যাজেট গ্যাঙ সেভেন বাজারে এনেছে ‘পাঙ্খা কম্বো’।

  তবে এটি কেবল পাখাই নয়, এর সাথে যুক্ত রয়েছে একটি পাওয়ার ব্যাংক। ফলে কোনো তারের সংযোগ ছাড়াই চলবে এ ‘হাতপাখা’।

পাওয়ার ব্যাংকের সাথে এই পাখা যুক্ত করা হলে স্বয়ংক্রিয়ভাবেই ঘুরতে শুরু করবে তা। আর মুহূর্তেই তীব্র গরম থেকে রেহাই পাবেন ব্যবহারকারী।
পাঙ্খা কম্বো পাওয়া যাচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায়।

গ্যাজেট গ্যাঙের সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ ইয়াছিন মজুমদার বাংলানিউজকে বলেন, একটি ২ হাজার ৬০০ এম্পিয়ার ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংকের সঙ্গে এই পাখা দেওয়া হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘পাঙ্খা কম্বো’। মূলত এটি বিভিন্ন ডিভাইস চার্জ করার কাজের জন্য তৈরি করা হয়েছে। তবে লোডশেডিংয়ের সময় বা বাসের মধ্যে ভিড়ে যখন গরমে অতিষ্ট হওয়ার জোগাড় হবে, তখন এই পাখাটি পাওয়ার ব্যাংকে লাগিয়ে দিলেই ঘুরতে থাকবে। মেলা উপলক্ষে এর দাম ধরা হয়েছে মাত্র ৪শ’ টাকা। মেলার বাইরে যা ৭শ’ টাকায় বিক্রি হচ্ছে।

খুব সহজে বহনযোগ্য আর দেখতেও সুন্দর বলে ‘পাঙ্খা কম্বো’ ইতিমধ্যে মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীর আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। যে কোনো দর্শনার্থীই গ্যাজেটের স্টলে এসে একবার হলেও দেখে নিচ্ছেন বিস্ময়কর পাখাটি। অনেকে কিনেও নিচ্ছেন।
এছাড়া মেলায় মিনি রাউটার এনেছে গ্যাজেট । যা কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দিলেই তৈরি হয়ে যাবে ওয়াইফাই জোন। এতে স্মার্ট ফোনসহ অন্য ডিভাইসগুলোও যুক্ত করে ইন্টারনেট ব্রাউজ করা যাবে। মিনি ইউএসবি রাউটারটির দাম ধরা হয়েছে ৫শ’ টাকা, মেলার বাইরে যা ৭শ’ টাকা।

এছাড়া এ স্টলে রয়েছে ১০ হাজার এম্পিয়ার ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংক। যা দিয়ে প্রিয় স্মার্ট ফোনটি অন্তত তিনবার ফুল চার্জ দেওয়া যাবে। ৩শ টাকা ছাড় দিয়ে মেলায় এর দাম ধরা হয়েছে ১ হাজার ৭শ’ টাকা।

বিআইসিসির কার্নিভাল ও হারমনি হলে দেশে ১৭তম বারের মতো এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। রোববার (১৫ মে) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলার বিকিকিনি।

** কম্পিউটারের নিরাপত্তা কম্পিউটার ভিলেজের পণ্যে
** চলছে দ্বিতীয় দিনের ল্যাপটপ মেলা

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ইইউডি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।