ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় স্মার্ট টেকনোলজির ল্যাপটপ কিনলেই উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ১৪, ২০১৬
মেলায় স্মার্ট টেকনোলজির ল্যাপটপ কিনলেই উপহার ছবি:দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর

ল্যাপটপ মেলা প্রাঙ্গণ থেকে: বিশ্বের নামিদামি সব ব্র্যান্ডের ল্যাপটপসহ বিভিন্ন সরাঞ্জামাদি কিনলে নানা উপহার ও মূল্যছাড় দিচ্ছে দেশের বৃহৎ প্রযুক্তিপণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
 
রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা তিন দিনব্যাপী ‘সামার ল্যাপটপ ফেয়ার ২০১৬’ এ ওই ক্রেতাদের এ ধরনের উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৪ মে) দ্বিতীয়দিন মেলা ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন কথাই জানা গেলো।

ডেল ল্যাপটপ কিনলে নিশ্চিত স্মার্টফোন:
স্মার্ট টেকনোলজিসের ডেল-এর ল্যাপটপের সঙ্গে (এক বছরের ওয়ারেন্টি) স্মার্টফোন ফ্রি পাওয়া যাবে। দুই বছরের ওয়ারেন্টির সঙ্গে ডেল’র ম্যাজিক মগ উপহার হিসেবে দেওয়া হচ্ছে।

এসব পণ্য কিনলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে শপিং ভাউচার (৭০০ থেকে ১৪০০ টাকা)।  

এইচপি ব্রান্ডের ল্যাপটপের সঙ্গে মডেল ভেদে উপহার হিসেবে রয়েছে একটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি এবং এইচপি ব্যাকপ্যাক। পাশাপাশি একটি স্ক্র্যাচ কার্ড দেওয়া হচ্ছে। এ কার্ড ঘষে মিলবে মাউস থেকে শুরু করে ল্যাপটপ।
 
লেনোভা’তেও ল্যাপটপের সঙ্গে স্মার্টফোন:
মেলায় লেনোভো ল্যাপটপের সঙ্গে থাকছে একই ব্র্যান্ডের আকর্ষণীয় স্মার্টফোন, সঙ্গে আছে টি-শার্ট। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির সঙ্গে সেলফি স্টিক দেওয়া হচ্ছে। নেটিস ব্রান্ডের ওয়্যারলেস রাউটারের সঙ্গে পাওয়া যাবে টি-শার্ট।
 
এছাড়া অ্যাপল, ডিলাক্স, এক্সট্রিম, পিএনওয়াই, কোরসেয়ার ব্রান্ডের পণ্য কিনলে পাওয়া যাবে শতকরা ৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়।
 
স্মার্ট টেকনোলজিসের সিনিয়র এক্সিকিউটিভ (মিডিয়া অ্যান্ড মার্কেটিং) মো. মাহফুজুর রহমান মুকুল বাংলানিউজকে বলেন, প্রযুক্তিপ্রেমীরা যেন মেলায় এসে দামি সব ব্র্যান্ডের ল্যাপটপ এবং প্রযুক্তির নানা সরাঞ্জামাদি কিনে বাড়ি ফিরতে পারেন সেই লক্ষ্যে স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে এসব উপহার ও মূল্যছাড় দেওয়া হচ্ছে।
 
‘দীর্ঘদিন ধরে প্রযুক্তির নানা পণ্য দেশের গ্রাহকদের কাছে সরবরাহ করার পাশাপাশি উন্নত বিক্রয়ত্তোর সেবা দিয়ে স্মার্ট টেকনোলজিস এরইমধ্যে গ্রাহকদের কাছ থেকে সুনাম ও আস্থা দুই অর্জন করেছে। ’

তিনি বলেন, আমরা সব সময়ই উন্নত মানের পণ্যই বাজারজাত করি। ফলে গ্রাহকরা নিশ্চিন্তে আমাদের পণ্যে আস্থা রাখতে পারেন।
 
সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়, ১৯৯৮ সালে যাত্রা করে স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিমিটেড। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে প্রযুক্তি পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
 
১৩ মে শুরু হওয়া এ মেলা চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ টাকা দিয়ে মেলায় প্রবেশ করা যাবে।

তবে ইউনিফর্ম ও আইডি কার্ডধারী স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেলায় প্রবেশের ব্যবস্থা করেছে আয়োজক কর্তৃপক্ষ এক্সপো মেকার।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।