ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফুজিৎসু ল্যাপটপে মূল্যছাড়, উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ফুজিৎসু ল্যাপটপে মূল্যছাড়, উপহার ছবি: কাশেম হারুণ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ল্যাপটপ মেলা প্রাঙ্গণ থেকে: পণ্যের গুণগত মান, উচ্চ প্রযুক্তির কারণে জাপানের যেকোনো পণ্যের ওপর সবারই কমবেশি আগ্রহ ও আকর্ষণ থাকে। আর পণ্যটি যদি ল্যাপটপ হয় তাহলে তো কথাই নেই।

সেসঙ্গে যদি মিলে মূল্যছাড় ও উপহার, এমন সুযোগ কে হাতছাড়া করতে চাইবেন?
 
সত্যিই প্রযুক্তিপণ্য তৈরির শীর্ষ দেশ জাপানের ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ কিনলে মিলছে তিন বছরের ওয়ারেন্টিসহ নানা উপহার ও মূল্যছাড়।
 
রাজধানীতে চলমান ‘সামার ল্যাপটপ ফেয়ার ২০১৬’- এ এমন সুযোগ পাওয়ায় দর্শনার্থী ও ক্রেতারা তা স্বাচ্ছন্দ্যে গ্রহণও করছেন। আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) এ মেলার পর্দা নামবে রোববার (১৫ মে) রাত ৮টায়।
 
গ্রাহকদের কাছে এ সুযোগ এনে দিয়েছে দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্য সরবরাহ ও বাজারজাতকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স লিমিটেড।
মেলায় বিআইসিসি’র কার্নিভাল হলে কম্পিউটার সোর্স’র প্যাভিলিয়নে ঢুঁ মারতেই কর্মীরা জানালেন, বাজারে কিনতে গেলে এসব পণ্যে সাধারণত কোনো উপহার বা মূল্যছাড় মিলে না। কিন্তু মেলা উপলক্ষে এ উপহার ও মূল্যছাড় দেওয়া হচ্ছে।
 
একাধিক মডেলের ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে সাজানো হয়েছে প্যাভিলিয়নটি। তবে এর পাশাপাশি আরও অন্য ব্র্যান্ডের ল্যাপটপসহ প্রযুক্তিপণ্যের এক্সেসরিজও রয়েছে প্যাভিলিয়নে।
 
ফুজিৎসু ল্যাপটপে প্রথম তিন বছরের ওয়ারেন্টি মিলছে জানিয়ে স্টলের কর্মীরা জানালেন, সব শ্রেণির গ্রাহকদের জন্য ল্যাপটপ রয়েছে।
 
অভিজাত শ্রেণির গ্রাহকরা ফুজিৎসু এস৯৩৬ মডেলের ল্যাপটপ পাবেন মেলায়।   একেবারেই নতুন এ মডেলের ল্যাপটপের দাম পড়বে এক লাখ ৬৫ হাজার টাকা। আর যারা একটু সাশ্রয়ী দামে জাপানের তৈরি ল্যাপটপ ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে অত্যাধুনিক ই৫৪৬ মডেলের ল্যাপটপ। দাম পড়বে ৫৭ হাজার টাকা।
 
করপোরেট অফিসে ব্যবহারের জন্য রয়েছে ই৭৩৬ মডেলের ল্যাপটপ। মেটাল বডির তৈরি এ ল্যাপটপ কিনতে খরচ পড়বে ৯৪ হাজার (কোর আই ৫) ও এক লাখ ১৯ হাজার টাকা (কোর আই ৭)।
 
ভ্রমণ পিয়াসীদের জন্য রয়েছে আল্ট্রা সিরিজের ইউ৫৩৬ মডেলের ল্যাপটপ (আল্ট্রাবুক)। দাম পড়বে সর্বনিম্ন ৫৯ হাজার টাকা। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, উচ্চ রেজ্যুলেশনের গেমস খেলেন যারা তাদের জন্য রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স সম্পন্ন এএইচ৫৫৬ভি মডেলের ল্যাপটপ। দাম পড়বে ৬৬ হাজার টাকা।
 
৬ষ্ঠ প্রজন্মের এসব ল্যাপটপ অথবা নোটবুক কিনলে উপহার হিসেবে মিলছে একটি টি শার্ট, মাইক্রোল্যাবের স্পিকার ও ইন্টারনেট সিকিউরিটি। আর মূল্যছাড় পাওয়া যাচ্ছে চার হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত।
 
কম্পিউটার সোর্স লিমিটেড’র পণ্য ব্যবস্থাপক তাবাসসুম তানিয়া বাংলানিউজকে বলেন, গুণগত মানসম্পন্ন ল্যাপটপ পণ্য যদি কেউ ব্যবহার করতে চান তাহলে জাপানের ল্যাপটপ নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কেননা জাপানের প্রতিটি পণ্যে গুণগত মান শতভাগ নিশ্চিত করা হয়।
 
তিনি বলেন, গ্রাহকরা যেন উন্নত প্রযুক্তিতে তৈরি ভালোমানের ল্যাপটপ ব্যবহার করতে পারেন সে চিন্তা থেকে জাপানের ফুজিৎসু’র বিভিন্ন মডেলের ল্যাপটপ বাজারে সরবরাহ করছে কম্পিউটার সোর্স। এ বছর থেকেই প্রথমবারের মতো তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ক্রেতারা। তবে তিন বছরের ওয়ারেন্টি থাকলেও পাঁচ থেকে ছয় বছর খুব সহজে ব্যবহার করতে পারবেন এসব ল্যাপটপ।
 
তিনি জানান, সাধারণ একটি ব্র্যান্ডের পণ্য কিনলে এক বছরের মধ্য নষ্ট হয়ে যায়। কিন্তু ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ কিনে অন্তত কয়েক বছর নিশ্চিতে ব্যবহার করা যায়।

প্রতিটি ল্যাপটপের দীর্ঘস্থায়িত্ব রয়েছে। কনফিগারেশনও খুবই উন্নত। একেবারে সর্বাধুনিক এসব ল্যাপটপ নকশাতেও চমৎকার।
 
স্টলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ ১০ বছরের বেশি সময় ধরে বাজারজাত করছে কম্পিউটার সোর্স। জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ডের এসব ল্যাপটপ মূল্যছাড় ও উপহারে কেনার আজকেই শেষ দিন।
 
তিন দিনব্যাপী এ মেলার আয়োজনে রয়েছে এক্সপো মেকার।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৬
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।