ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বজুড়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট শিক্ষায় বাংলাদেশি সফটওয়্যার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বিশ্বজুড়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট শিক্ষায় বাংলাদেশি সফটওয়্যার

বিশ্বজুড়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে সাহায্য করতে বিশেষ একটি সফটওয়্যার তৈরি করেছে ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান পিএম-অ্যাস্পায়ার (www.pmaspire.com)। ‘পিএমপি এক্সাম সিমুলেটর’ নামের এই সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি ও অনুশীলনে সাহায্য করে।

এ বিষয়ে পিএম-অ্যাস্পায়ারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল মামুন বলেন, বিশ্বমানের একটি সফটওয়্যার তৈরির জন্য গত তিন বছর ধরে আমরা পরিশ্রম করছি। বিশ্বজুড়ে প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্তদের সাহায্য করার লক্ষ্যে পিএম-অ্যাস্পায়ার এই সফটওয়্যার তৈরির কাজ শুরু করে। গত বছরের শেষদিকে সফটওয়্যারটি বিশ্বব্যাপী উন্মুক্ত করা হয়।

পিএম-অ্যাস্পায়ারের প্রধান নির্বাহী আরো বলেন, বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে এ পর্যায়ে আসতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলো করতে হয়েছে। বিশ্বের প্রায় ১০০টি দেশের মানুষ এখন আামদের সফটওয়্যার ব্যবহার করছে। ইংরেজি, আরবি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষা সমর্থন করে এটি। প্রজেক্ট ম্যানেজমেন্ট সিমুলেশন সরবরাহে পিএম-অ্যাস্পায়ারকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা সিইও’র।  

সেইসাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টি​ফিকেশনের চাহিদার দিকটি বিবেচনা করে ২০২০ সাল নাগাদ এখাতে দেড় কোটির বেশি চাকরির সুযোগ রয়েছে বলে ধারণা করছেন তিনি।

বাংলাদেশি এই সফটওয়্যারে ফিচার হিসেবে রয়েছে সিমুলেটেড পরীক্ষা, অনুশীলন, মডেল পরীক্ষা দেওয়ার সুযোগ, অভিধান, তথ্য ব্যবস্থাপনা, অডিও–ভিডিও টিউটোরিয়াল সহ দরকারি সবকিছু।

আগ্রহীরা আরো জানতে পারবেন (PMASPIRE.COM) ওয়েবসাইটটি ​থেকে। এছাড়া ইমেইল করতে পারবেন এই [email protected] ঠিকানায়।

উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশানের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেক্ষত্রে পিএমপি হচ্ছে বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন ম্যানেজমেন্ট সার্টিফিকেশান। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্সিটিউট, ইউএসএ এই সার্টিফিকেশান প্রদানের একমাত্র আন্তর্জাতিক সংস্থা।

পিএমপি সার্টিফিকেটধারী পেশাজীবীরা অধিকাংশ শিল্পের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।