ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল সিকিউরিটি সামিটের সময় পরিবর্তন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ডিজিটাল সিকিউরিটি সামিটের সময় পরিবর্তন

বৃহৎ আয়োজনের লক্ষ্যে নির্ধারিত ২৮ মে এর পরিবর্তে ডিজিটাল সিকিউরিটির সময় পুননির্ধারণ করা হয়েছে। আয়োজক সুত্র মতে, আগামী ১৪ অক্টোবর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটিাল সিকিউরিটি সামিট ২০১৬’।

সারাদেশ থেকে সহস্রাধিক সিকিউরিটি এক্সপার্ট, তথ্যপ্রযুক্তিতে উৎসুকরা অংশ নেবে দুই দিনের এই সামিটে।

সামিট সহযোগিতায় রয়েছে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এলায়েন্স এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল এসোসিয়েশন, এইচআরডিআই, ইন্টারনেট সোসাইটি, ঢাকা চ্যাপ্টার।  

অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কর্মসূচিতে থাকছে টেকনিক্যাল সেশন, এতে দেশ বিদেশের শীর্ষস্থানীয় সিকিউরিটি এক্সপার্টরা বিভিন্ন বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন।

সিকিউরিটি পেশায় নিয়োজিত ও সিকিউরিটি সেক্টরে কাজ করতে আগ্রহীরা অংশ নিয়ে দক্ষতা বৃদ্ধি, কৌশল সম্পর্কে ধারণা এবং পেশাগত সমস্যা সমাধানের বিভিন্ন দিক সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
থাকছে বিভিন্ন প্রকারের সিকিউরিটি পণ্যের প্রদর্শনীও।

আরো জানতে ভিজিট করুন http://digitalsecuritysummit.org.bd/ এই ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ২৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।