ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জাতিসংঘের টেকনোলজি ব্যাংকের বিশেষজ্ঞ মনোনীত সোনিয়া বশির

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১৬
জাতিসংঘের টেকনোলজি ব্যাংকের বিশেষজ্ঞ মনোনীত সোনিয়া বশির মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির

জাতিসংঘের টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।

লিস্ট ডেভেলপড্ কান্ট্রিজ (এলডিসি) বা অনুন্নত দেশগুলোর জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিশ্বের মোট ১২জনকে টেকনোলজি ব্যাংকে নিয়োগ দিয়েছেন।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যক্তিত্ব সোনিয়া বশির তার বিজ্ঞান ও প্রযুক্তিতে অঙ্গীকার, অবদানের জন্য গুরুত্বপূর্ণ এই পদে নিযুক্ত হয়েছেন। তার দক্ষতা টেকনোলজি ব্যাংকেও একইভাবে বিশেষ ভূমিকা রাখবে প্রত্যাশা জাতিসংঘের।

বিশ্বের দরিদ্র দেশগুলোতে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন প্রচার ও প্রসারের লক্ষ্যে জাতিসংঘের পরিচালনায় দক্ষ ও বিশেষজ্ঞ প্যানেলটি গবেষণামূলক কাজ করবেন।

বিশেষজ্ঞ প্যানেলটি দুটি ইউনিটে কাজ করবে যার মধ্যে ইউনিট টেকনোলজি ব্যাংক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে এবং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ব্যাংক মেধাসত্ব নিয়ে কাজ হবে।

এছাড়া টেকনোলজি ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটিকে প্রদর্শনের ব্যবস্থা করারও পরামর্শ দেয়া হয়েছে। যাতে বিশ্ববিদ্যালয় থেকে প্রতিভাবান যেকেউ তার কর্মদক্ষতার প্রমাণ দিয়ে দরিদ্র দেশগুলোতে টেকনোলজি ব্যাংকের লক্ষ্য অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সেবা দেয়ার কাজে নিজেদের নিয়োজিত করতে পারে।

তবে টেকনোলজি ব্যাংকের জন্য গঠিত গভর্নিং কাউন্সিলের কেউ কোনো সন্মানী, বেতন কিংবা ভাতা পাবেন না। শুধুমাত্র টেকনোলজি ব্যাংকের কাজের জন্য ভ্রমণ, থাকা, খাওয়াসহ অন্যান্য খরচাদি জাতিসংঘের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। এছাড়া কাউন্সিলের কর্ম পদ্ধতিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি নিশ্চিৎ করা হবে।

ইন্টার একাডেমি পার্টনারশীপ (আইএপি)-এর প্রেসিডেন্ট ও ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটি কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এইচ. এ. হাসান (সুদান) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন এলডিসি, ল্যান্ডলক্ড ডেভেলপিং কান্ট্রিজ ও স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেট্স-এর জাতিসংঘের উচ্চপদস্থ প্রতিনিধি এবং টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি গায়ান চন্দ্র আচার্য্য (নেপাল)।         

গভর্নিং কাউন্সিলে অন্যান্যদের মধ্যে আছেন হায়ার এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ অব গিনি-এর মন্ত্রী আবদুলায়ে ইয়েরো বাওজি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিজ্ঞান উপদেষ্টা অধ্যাপক জাকরি আবদুল হামিদ, নোভার্টিস ফাউন্ডেশনের প্রধান ডা. এন আয়ের্টিস (বেলজিয়াম), নিউ পার্টনারশীপ ফর আফ্রিকা’স ডেভেলপমেন্ট (এনইপিএডি)-এর প্রধান অধ্যাপক অ্যাগ্রি এ্যাম্বালি (মালাউই), সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পলিশি রিসার্চ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক বিট্রিনা ডিয়ামেট (তানজানিয়া), অক্সফোর্ড ইউনিভার্সিটি টেকনলোজি অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার ফর ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক জিওল্যান ফু (ইউকে), ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর ভন লাইবিগ এন্টারপ্রনিউরিজম সেন্টারের নির্বাহী পরিচালক রজিবেল ওচোয়া (হন্ডুরাস), কনসালটেটিভ গ্রুপ ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক রিজ্সবার্মেন (নেদারল্যান্ডস), গ্লোবাল সল্যুশনস সামিটসের চেয়ারম্যান আলফ্রেড ওয়াটকিনস (ইউএস) এবং সায়েন্স ৠান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিল অব তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ওর্কুন হ্যাজেকিউডলু (তুরস্ক)।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।