ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বা‌য়ো‌মে‌ট্রিকের শেষ সম‌য়ে রি‌টেইলার প‌য়ে‌ন্টে গ্রাহক‌দের ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১৬
বা‌য়ো‌মে‌ট্রিকের শেষ সম‌য়ে রি‌টেইলার প‌য়ে‌ন্টে গ্রাহক‌দের ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোবাইল সিম বা‌য়ো‌মে‌ট্রিক ভে‌রি‌ফি‌কেশ‌নের শেষ সম‌য়ে রি‌টেইলার প‌য়ে‌ন্টে গ্রাহক‌দের ভিড়।

মঙ্গলবার (৩১ মে) রাত সোয়া ১০টায় রংপুর জেলার সদর উপ‌জেলার পা‌লিচড়া হা‌টে এক‌টি রি‌টেইলার প‌য়ে‌ন্টে এমন চিত্র দেখা যায়।

শেষ সম‌য়ে নেটওয়ার্ক পাওয়া যা‌চ্ছে না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন এখানকার রি‌টেইলার।
সরকা‌রের ঘোষণা অনুযায়ী রাত ১২টা অর্থাৎ শূন্য ঘণ্টা শূন্য মি‌নিট শূন্য সে‌কেন্ড থে‌কে নি‌স্ক্রিয় হ‌য়ে যা‌বে সিম।

ত‌বে নতুন সি‌মের মূল্য প‌রি‌শোধ ক‌রে ১ জুন থে‌কে পরবর্তী ৪৫০ দিন সিম পুননিবন্ধন করা যা‌বে।

বাংলা‌দেশ সময়: ২২২৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমঅ‍াইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।