ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পরিবেশ দিবসে গাছ লাগানোর আহ্বান রবি’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ৮, ২০১৬
পরিবেশ দিবসে গাছ লাগানোর আহ্বান রবি’র

ঢাকা: পরিবেশ সচেতনতায় ‘গ্রিন ঢাকা’ শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর রবি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সম্প্রতি ঢাকায় অপারেটরটির করপোরেট অফিসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।



এর মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখতে কর্মীদের গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
 
বুধবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় রবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবুজ পরিবেশের প্রতি কর্মীদের টান ও ভালবাসা প্রকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

এ আয়োজনের মাধ্যমে মূলত গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রতিযোগিতার নীতিমালা অনুযায়ী প্রত্যেক প্রতিযোগী এ বছরের মধ্যে একটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিজয়ী ফটোগ্রাফাররা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি করে গাছের চারা।
 
আয়োজনে গাছপালার অভাবে কী কী পরিবশেগত হুমকি সামনে আসছে, তা তুলে ধরা হয়। এসময় ‘গ্রিন ঢাকা’র আয়োজকরা তাদের আশঙ্কার ভিত্তি হিসেবে বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত তুলে ধরেন। পরিস্থিতির মোকাবেলা করতে রবি কর্মকর্তাদের বাসায় বা ছাদে বাগান করার পরামর্শও দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ প্রিন্সিপাল অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ, রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, সবুজ ঢাকা’র ম্যানেজিং ডিরেক্টর রুপাই ইসলাম ও উপদেষ্টা গোলাম মোস্তফা রাজ।

রাজধানীকে সবুজ শহরে রূপান্তর করতে ‘গ্রিন ঢাকা’ উত্তর সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ডে তিন লাখ চারা রোপণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা ‘হোম গার্ডেনিং’কে জনপ্রিয় করতে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ছাদ, বেলকনি, বারান্দা ও করিডোরে গাছ লাগানোয় উদ্ধুদ্ধ করছেন।
 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক প্রশংসনীয় এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবি একটি দায়িত্বশীল টেলিকম অপারেটর হিসেবে পরিবেশের প্রতি দায়বদ্ধ এবং এর সকল কার্যক্রম পরিবেশবান্ধব উপায়ে পরিচালনায় আগ্রহী। সৌর শক্তি ব্যবহারের মাধ্যমে পর্যায়ক্রমে সব টাওয়ারকে পরিবেশ উপযোগী করতে কাজ করে যাচ্ছে অপারেটরটি। প্রকৃতি রক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে রবি নিয়মিত তার কর্মীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে এবং অযথা প্রিন্ট না করতে উদ্ধুদ্ধ করে। এছাড়াও প্লাস্টিকের পানির গ্লাস ব্যবহারও বন্ধ করে দিয়েছে অপারেটরটি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ৮, ২০১৬
এমআইএইচ/জিসিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।