ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট প্রকাশের পরিকল্পনা ব্ল্যাকবেরির

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
দুটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট প্রকাশের পরিকল্পনা ব্ল্যাকবেরির

স্মার্টফোনের বাজারে ব্ল্যাকবেরির আগের মতো নাম ডাক নেই। হয়ত এজন্য কেউ ভেবে বসতে পারে হার্ডওয়্যারের ব্যবসা গুটিয়ে নিচ্ছে একসময়ের জনপ্রিয় হ্যান্ডসেট প্রস্ত্ততকারী প্রতিষ্ঠানটি।

যদিও চরম প্রতিদ্বন্দীতাপূর্ণ স্মার্টফোনের বাজারে লক্ষ্যমাত্রায় পৌছাতে পারছেনা তারপরেও স্থবির হয়ে পড়েনি ব্ল্যাকবেরি।

এ যাবত কানাডিয়ান এই প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠানের  কার্যক্রম নিয়ে নানান গুজব রয়েছে। অবশ্য কিছু সময় আগে প্রতিষ্ঠানের সিইও জন চেন নিশ্চিত করে বলেছিলেন , চলতি বছর অ্যান্ড্রয়েড-ভিত্তিক দুটি স্মার্টফোন প্রকাশের লক্ষ্য নিয়ে তাদের কাজ চলছে। যেগুলো কোয়ার্টি কি বোর্ড এবং  ফুল টাচ স্ক্রিনের। এছাড়া গত বছর প্রকাশিত প্রাইভের চেয়েও এগুলোর গুণমান হবে উন্নত।

বিবৃতিতে তিনি আরো জানিয়েছিলেন, এখনো আমরা প্রস্ত্তত নয়। জুলাইয়ের প্রথম দিকে একটি ও শেষ দিকে একটি হ্যান্ডসেট বাজারে আনার ইচ্ছা রয়েছে। যেগুলো মিডিল ও হাই রেঞ্জের হবে।

উল্লেখ্য, ব্ল্যাকবেরি প্রাইভ প্রতিষ্ঠানের প্রথম অ্যান্ড্রয়েড ফোন যেটি গত বছরের শেষ দিকে উন্মুক্ত হয়। কিন্তু ফোনটি নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানের যেমন প্রত্যাশা ছিল তা হয়নি।

তথ্য মতে, শেষ প্রান্তিকে পণ্যটির বিক্রি ৬ লাখ যেটা পর্যায়ক্রমে অবনতির দিকে। এরপরও সিইও এর আশা মুঠোফোন ব্যবসায় থাকা এবং তা থেকে ভাল টাকা উপার্জন করার।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এএএম/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।