ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইন জনসংখ্যার শীর্ষে চীন

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১
অনলাইন জনসংখ্যার শীর্ষে চীন

চীনে অনলাইন জনসংখ্যা এখন অপ্রতিরোধ্য। গত জুন পর্যন্ত ৪৮ কোটি ৫০ লাখ গ্রাহক নিয়ে অনলাইন জনসংখ্যার পরিসংখ্যানে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন।

সূত্র এ তথ্য জানিয়েছে।

চীনের একটি সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চীনের ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার সূত্র জানিয়েছে, চীনের ১৩০ কোটি জনসংখ্যার এক-তৃতীয়াংশ এখন অনলাইন সংস্কৃতির সদস্য।

উল্লেখ্য, গত জুন নাগাদ টুইটারের মতো চীনভিত্তিক জনপ্রিয় বার্তা সাইট উইবো ১৯ কোটি ৫০ লাখ গ্রাহক তৈরি করেছে। জরিপ সূত্র জানিয়েছে, অনলাইন অ্যাপলিকেশন বৃদ্ধির ফলে এ জনসংখ্যা বাড়ছে বলে জানানো হয়।

এ মুহূর্তে চীনে মোবাইল ফোনভিত্তিক ব্যবহারকারীর সংখ্যা ৩১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। এটি এখন চীনের অন্যতম সেবা বিপণন মাধ্যম হয়ে উঠেছে। চীনে গত এক বছরে অনলাইন বিকিকিনি হার ৭.৬ ভাগ বেড়ে ১৭ কোটি ২৬ লাখ ৬০ হাজারে পৌঁছেছে।

চীন সরকারের ওয়েবভিত্তিক কড়াকড়ির কারণে দেশটির অনলাইন শিল্প থমকে দাঁড়াচ্ছে। তবে স্থির হয়ে যাচ্ছে না। স্পর্শকাতর সব সরকারি তথ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এমনটি করা হচ্ছে বলে সরকারি মূখপাত্র জানিয়েছে। একে বিশ্লেষকেরা চীনের ‘গ্রেট ফারার ওয়াল’ বলেও অভিহিত করছে।

এতসব প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও চীনের অনলাইন ভক্তরা কিন্তু এ শিল্প মাধ্যম থেকে বিমুখ হয়নি। বরং দ্বিগুণ উৎসাহে এ শিল্পের নীরব সঙ্গী হয়ে পথ চলেছেন। তারই প্রমাণ হিসেবে চীন আজ অনলাইন জনসংখ্যার অগ্রদূত।

বাংলাদেশ সময় ২০৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।