ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিক্রি কমেছে আইফোনের

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বিক্রি কমেছে আইফোনের

ঢাকা: টানা দ্বিতীয় প্রান্তিকে আইফোন বিক্রি কমে যাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ ধারাবাহিকতায় পরবর্তী প্রান্তিকেও বিক্রি কমবে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ।

অ্যাপল জানায়, দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আইফোন বিক্রি কমেছে ১৫ শতাংশ। তবে কোম্পানিটি তাদের আশার চেয়ে কিছু বেশি ৪ কোটি ৪ লাখ (৪০.৪ মিলিয়ন) হ্যান্ডসেট বিক্রি করেছে।

২০০৭ সালের পর থেকেই প্রতি বছর বাজারে আসা নতুন আইফোনের দ্বিতীয় প্রান্তিক থেকে চাহিদা কমতে থাকে। যা কোম্পানির ‍মুনাফায় প্রভাব ফেলে।

এদিকে, বিক্রি কমে যাওয়ায় তৃতীয় প্রান্তিকে অ্যাপলের লভ্যাংশ কমেছে ২৭ শতাংশ, যেখানে মুনাফা কমেছে প্রায় ১৫ শতাংশ। অ্যাপলের মুনাফার দুই-তৃতীয়াংশ অবদান আইফোনের।

আর মুনাফা কমে যাওয়ার পেছনে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও গ্রাহকরা তাদের হ্যান্ডসেট আপগ্রেড থেকে বিরত থাকাকে কারণ হিসেবে উল্লেখ করেছে অ্যাপল।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।