ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রয়োজনেই ফেসবুক ফ্রেন্ড লিস্টের শ্রেণীভাগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
প্রয়োজনেই ফেসবুক ফ্রেন্ড লিস্টের শ্রেণীভাগ

অনেকেই মজা করে বলে থাকেন পৃথিবীতে এখন দুই ধরনের মানুষ আছে। একদল যারা ফেসবুক ব্যবহার করেন আর একদল যারা করেন না।

তাই ফেসবুকের খুঁটিনাটি কিছু বিষয় আছে যা নিজের প্রয়োজনেই জানা দরকার।

ফেসবুকে আমরা ফ্রেন্ড লিস্টে যাদের যুক্ত করি কিংবা আমরা যাদের ফ্রেন্ড লিস্টে থাকি বেশিরভাগ সময়ই আমরা সবাইকে একই শ্রেণীতে রেখে দেই। আর সেটা হল ফ্রেন্ডস বা বন্ধু।

ব্যাপারটা অনেকটা এরকম যে, আপনি চিনলেও সে আপনাকে চেনেনা তারপরও বন্ধু। আবার এর উল্টোটা অর্থাৎ আপনি চেনেননা কিন্তু সেই এফবি বন্ধু আপনাকে চেনে সেও আপনার বন্ধু।

বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী বিষয়টিকে একেবারে সার্বজনীন করে ফেলেন। অথচ সামাজিকভাবে মানুষের সাথে আপনার সম্পর্কের বিষয়টি তো সার্বজনীন নয়। কেউ আপনার ভালো বন্ধু, কেউ শুধুই বন্ধু, কেউ পরিচিতজন, আবার কারো সাথে আপনি শুধু একবার স্বল্পকালীন সময়ের জন্য পরিচিত হন।
সম্পর্কের এই বিষয়টিকে আপনি চাইলে ফেসবুকে শেণী বিভাগ করে ফেলতে পারেন। বন্ধুদেরকে আলাদা করে চিহ্নিত করতে পারেন ভালো বন্ধু (Close friend) কিংবা পরিচিতজন হিসেবে(acquaintances)। এছাড়াও তৈরি করে নিতে পারবেন নতুন কোন তালিকা নাম।

ফেসবুকে সাধারণত বন্ধুত্বের ক্ষেত্রে বাই ডিফল্ট হিসেবে সবাইকে বন্ধু হিসেবে দেখানো হয়। তাই শ্রেণী বিভাগের কাজটি প্রোফাইল থেকে ফ্রেন্ডস অপশনে গিয়ে কিংবা আলাদা আলাদা ভাবে বন্ধুদের প্রোফাইলে গিয়ে ফ্রেন্ডস অপশন থেকে করে নিতে পারবেন। ছবিতে দেখলে বিষয়টি পরিস্কার বোঝা যাবে।

এরপর আপনার পোষ্টকে ওই শ্রেণী বিভাগ অনুযায়ী নির্ধারণ করেও দিতে পারবেন যে কারা পোষ্টটিকে দেখতে পারবেন আর কারা পারবেন না। এভাবে মনের কথাকে পৌঁছে দেয়া যাবে একেবারে কাঙ্খিত মানুষের কাছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।