ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আজকের দিনেই পর্দা উঠে বিশ্বের প্রথম ওয়েবসাইটটির

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
আজকের দিনেই পর্দা উঠে বিশ্বের প্রথম ওয়েবসাইটটির

আজকের দিনেই পর্দা উঠে বিশ্বের প্রথম ওয়েবসাইটটির। তাই এর জন্মদিন বিশ্বের সকল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যই বিশেষ।

কারণ ইন্টারনেট দুনিয়ায় ওয়েবসাইটটি প্রথম পা রাখার মধ্য দিয়েই পরবর্তীতে পাল্টে যায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তথা পুরো ইন্টারনেট দুনিয়ার অবস্থা।

আজকের দিনে অর্থাৎ ১৯৯১ সালের ৬ আগষ্ট প্রথম অবমুক্ত হয় এটি। সেই সময় এর অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হয় 'http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html' এই ইউআরএলটি।

অবশ্য, সাইটটি বানানো হয়েছিল আরো আগেই। ১৯৯০ সালের ২১ ডিসেম্বর ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী বার্নার্স-লি এটি তৈরি করেন। ওই দিনটি ওয়েবসাইট তৈরির দিন হিসেবে ধরা হয়। ওই দিনে তার উদ্ভাবিত সাইটটিকে সার্নের [ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ] একটি কম্পিউটারে হোস্টিং করা হয়। কিন্তু তখনো তা ইন্টারনেট দুনিয়ায় আসেনি।

তৈরির প্রায় ৭ মাস পর অবশেষে আজকের দিনে ইন্টারনেট দুনিয়ার প্রথম ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করে বার্নাস লি’র এই সাইটটি। তাই শুভ জন্মদিন তো বলতেই হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।