ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘টুগেদার ওয়াচ ফেস’ বন্ধ করবে গুগল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
‘টুগেদার ওয়াচ ফেস’ বন্ধ করবে গুগল

যদিও আগে অ্যান্ড্রয়েড ওয়্যারের মাধ্যমে অ্যাপল ওয়াচের ডিজিটাল টাচ’কে উপযুক্ত জবাব দিয়েছিল সার্চ জায়ান্ট। কিন্তু এখন প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানের পরিধেয় পণ্যটিকে আমলে না নিয়েই অ্যান্ড্রয়েড ওয়্যার হালনাগাদের সিদ্ধান্ত নিয়েছে গুগল।

কিন্তু বন্ধ করে দেয়া হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়্যারের দু:সাধ্য ‘টুগেদার’ ফিচারটি।

এ বিষয়ে অ্যান্ড্রয়েড পুলিশের করা প্রথম প্রতিবেদনটিতে জানানো হয়, আসছে ৩০ সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড ওয়্যারের ‘টুগেদার ওয়াচ ফেস’ বন্ধ করে দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান।

রিপোর্টটিতে আরো বলা হয়, ঠিক যে সময় টুগেদার ফিচার সুবিন্যস্ত করার চেষ্টা চলছে ঐ সময়টাতে আবার অ্যান্ড্রয়েড ওয়্যার অ্যাপের নতুন ভার্সন এই বন্ধের খবরটি আনল।

আর যারা  প্রথম প্রজন্মের অ্যান্ড্রয়েড ওয়্যার ব্যবহার করছে তারা ২.০  আপডেটটি পাচ্ছেনা। তার মানে টুগেদার ফিচারটি হারানোর পাশাপাশি এই প্লাটফর্মে অন্তর্ভূক্ত নতুন সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছে।

গুগল জানিয়েছে , টুগেদারের বেশ কিছু ভাল ফিচার আসন্ন অ্যান্ড্রয়েড ওয়্যার  ২.০ আপডেটে সরাসরি অন্তর্ভূক্ত থাকবে। এই শরতের যেকোনো সময়েই এটি ব্যবহারকারীদের জন্য ছাড়া হবে।  

এক বছর আগে অ্যাপল ওয়াচের ডিজিটাল টাচ ফিচারকে কোণঠাসা করতে আসে টুগেদার। দুজন অ্যান্ড্রয়েড ওয়্যার ব্যবহারকারীকে এটি তাদের ডিভাইসের সাথে সংযোগ রাখা এবং এর বিশেষ ওয়াচ ফেসের মাধ্যমে সরাসরি উভয়কে  সংযুক্ত ও  সংস্পর্শে রাখতে সাহায্য করতো।

এছাড়া এর মাধ্যমে দুইজন ব্যবহারকারীকে অ্যাপটিতে না গিয়েই ইমোজি, অবস্থান, ছবি সহ আরো কিছু জিনিস শেয়ার করার সুবিধা দিতো।

অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ এডিশন সম্পর্কে গুগল আরো জানায়, এর একাধিক মেসিজিং সার্ভিস থেকে ব্যবহারকারীরা স্মার্ট রিপ্লে, কিবোর্ড অথবা হ্যান্ডরাইটিং এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে।

গুগলের এই আপডেট যে এই সময়ে আসবে এমন প্রত্যাশা ছিল না এবং ৩০  সেপ্টেম্বরে টুগেদার ফিচার বন্ধের আগেই এটি আসবে কিনা তা স্পষ্ট নয় বলে মনে করছেন আলোচকরা।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমএএ/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।