ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডেকো কিনে নিলো স্যামসাং

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ডেকো কিনে নিলো স্যামসাং

যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোনিয়ার বিলাসী গৃহস্থালী পণ্য প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান ‘ডেকো’ কিনে নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

বৃহস্পতিবার এক বিবৃতিতে স্যামসাং এই ঘোষণা দেয়।

বিবৃতিতে স্যামসাং জানায়, ডেকো’কে তারা কিনে নিলেও এর ব্র্যান্ড নামের কোন পরিবর্তন ঘটবে না। এবং এর কার্যক্রম যেভাবে চলছিলো এখনো সেভাবেই চলবে। আর কত টাকার বিনিময়ে ডেকো অধিগ্রহণে নিয়েছে সে ব্যাপারে কোন তথ্য দেয়া হয়নি।

তবে কোরিয়া-ভিত্তিক গণমাধ্যম ‘কোরিয়া ইকোনমিক ডেইলি’ জানিয়েছে, ডেকো’কে নিজের করে নিতে ১৫০ মিলিয়ন ডলার গুনতে হয়েছে স্যামসাংকে।

এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, তাদের এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে শক্ত প্রতিরোধের মুখে পড়তে হতে পারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এলজি এবং ওয়ার্লপুলকে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।