ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিভি’র প্রধান নির্বাহীর পদত্যাগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জিভি’র প্রধান নির্বাহীর পদত্যাগ

বুধবার এক ঘোষণার মাধ্যমে নিজের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন জিভি’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী বিল মরিস। জিভি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সহযোগি একটি প্রতিষ্ঠান।

পূর্বে এটি গুগল ভেঞ্চার নামেও পরিচিত ছিল। ২০০৯ সালে স্বতন্ত্র এই অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠানটির যাত্র শুরু হয় বিল মরিসের হাত ধরে।

তাহলে প্রতিষ্ঠান ছেড়ে হঠাৎ চলে যাওয়ার কারণ কি, এর কোনো ব্যাখা দেননি মরিস। শুধু জানিয়েছেন, কোথায় যাচ্ছেন তা এখনো ঠিক করেননি। তাই কোথাও স্থায়ী হওয়ার আগের সময়টা শুধুই পরিবারের সাথে কাটাতে চান তিনি।

এদিকে মরিস চলে যাওয়াতে এবার জিভি’র প্রধান নির্বাহীর দায়িত্ব পাচ্ছেন ডেভিড ক্রেইন। তিনি গত ১৭ বছর ধরে আছেন গুগলের সাথে। সহকর্মীদের আশা যোগ্যতার সাথেই নিজের পদটিকে সামলাতে পারবেন তিনি।

অ্যালফাবেট প্রতিষ্ঠার পর বিল মরিস দ্বিতীয় কোন শীর্ষ ব্যক্তি যিনি পদত্যাগ করলেন। এর আগে জুনে অ্যালফাবেটের আরেক সহযোগি প্রতিষ্ঠান ‘হোম অটোমেশান ইউনিট নেষ্ট’ থেকে পদত্যাগ করেছিলেন এর প্রধান নির্বাহী টনি ফেইডেল।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।