ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পোকেমন দমনে শক্ত অবস্থানে পেন্টাগন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
পোকেমন দমনে শক্ত অবস্থানে পেন্টাগন

পোকেমন গো এর জনপ্রিয়তা এমন উচ্চতায় পৌঁছেছে যে শেষ পর্যন্ত একে নিয়ে নিজেদের অবস্থান ব্যাখা করতে হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে। গত শুক্রবার পেন্টাগনের তরফে এক বার্তায় তার কর্মকর্তা-কর্মচারীদেরকে জানিয়ে দেয়া হয়েছে, কেউ যেন তাদের সরকারি স্মার্টফোনে পোকেমন গো ইনস্টল না করে।


বিষয়টি ব্যাখা করে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি গর্ডন ট্রোবিজ গণমাধ্যমকে বলেন,  এর থেকে বিরত থাকতে আপনি যথেষ্ট কারণ খুঁজে পাবেন এবং এটা সমীচীনও হবে না।

তাছাড়া নিরাপত্তার বিষয়টি তো রয়েছেই। অন্যদিকে করদাতারা নিশ্চয়ই চাইবেন না তাদের করের টাকায় কেনা মোবাইল ফোনে সরকারি কাজ ব্যতীত অন্য কিছু করা হোক।

পোকেমন নিয়ে উদ্ভুত বর্তমান এসব কর্মনান্ডই বুঝিয়ে দিচ্ছে সারাবিশ্ব কেমন কাপাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির গেমটি। শুধু পেন্টাগন না, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনা ঘাটিগুলোকেও এর জন্য আলাদা করে বিবৃতি দিতে হয়েছে।

যেখানে তারা তাদের সৈন্যদেরকে সাফ জানিয়ে দিয়েছে কোনোভাবে সেনা স্থাপনার ভেতরে খেলা যাবে না এই গেম।
এছাড়া বিমানবন্দরের রানওয়েতেও খোঁজা যাবে না কোনো পোকেমন চরিত্রকে।

বাংলোদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।