ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অভিনব! স্মার্ট ট্যাটু দিয়ে হ্যান্ডসেট নিয়ন্ত্রণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
অভিনব! স্মার্ট ট্যাটু দিয়ে হ্যান্ডসেট নিয়ন্ত্রণ

প্রতিটি দিন বিজ্ঞানের উৎকর্ষতা আর গবেষকদের পরিশ্রমে সহজ থেকে সহজতর হচ্ছে আমাদের দৈনন্দিন প্রযুক্তি। এবার চমকে দেয়ার মত আরেকটি অভিনব প্রযুক্তি উদ্ভাবন করলো এমআইটি এবং মাইক্রোসফটের গবেষকরা।

তারা হাতে পড়ার মতো এমন একটি স্মার্ট ট্যাটুর উদ্ভাবন করেছে যার মাধ্যমে দুর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনকে, এনএফসি ব্যবহার করে শেয়ার করা যাবে তথ্য। ট্যাটুটি আসলে কাজ করবে ফোনের ট্যাচপ্যাড হিসেবে। আর কাজ শেষে খুলে রাখা যাবে।

এমআইটির মিডিয়া ল্যাবে গবেষণারত একদল পিএইচডির শিক্ষার্থী এবং মাইক্রোসফটের কিছু গবেষকের সমন্বয়ে তৈরি এই প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে এমআইটির ওয়েবসাইটে। তারা এই ট্যাটুর নাম দিয়েছে ডুয়োস্কিন। তবে বাজারে ছাড়ার জন্য এখনো প্রস্তুত নয় নতুন এই প্রযুক্তি।

হয়ত সবকিছু ব্যাটে-বলে মিললে এক সময় বাজারে পাওয়া যেতেও পারে এটি।

তবে এ ধরনের প্রযুক্তি নিয়ে এটাই প্রথম গবেষণা নয়। এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের কার্নেগী মেলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চামড়ার উপর স্থাপনযোগ্য এই প্রযুক্তি নিয়ে কাজ করেছিল।

সেখানেও সহযোগি গবেষক হিসেবে ছিলো মাইক্রোসফট। তারা তাদের প্রযুক্তির নাম দিয়েছিল স্কিনপুট। কিন্তু শেষ পর্যন্ত তা বাজারে আসার উপযোগী হিসেবে বিবেচিত হয়নি। কারণ হিসেবে জানানো হয়েছিল যে, তৈরিতে বেশি খরচ পড়ায় আর চামড়ার জন্য স্মার্ট ট্যাটুর মত এতো সহনশীল ছিলো না ওটা।

https://www.facebook.com/verge/videos/1159519784084363/

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।