ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রি বেসিকস সার্ভিস সচলে পুনরায় চেষ্টা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
ফ্রি বেসিকস সার্ভিস সচলে পুনরায় চেষ্টা

বছরের শুরুর দিকে ভারতে ফ্রি বেসিকস সার্ভিস নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফেসবুককে। সেখানকার প্রযুক্তি সম্প্রদায় সহ ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলো ফেসবুকের ফ্রি বেসিকস’কে নেট-নিরপেক্ষতা নীতিমালা ভঙ্গের সামিল বলে সেবাটি পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সুস্পষ্ট কারণ দেখিয়ে তারা বলে, নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটে ব্যবহারকারীরা ফ্রি ভিজিট করলে তাদের অসুবিধা হবে।

অনেকে যুক্তি দেখিয়ে বলেছিল ডেভলপারদের দিকনির্দেশনা অনুযায়ী এতে গোপনীয়তা সুরক্ষিত হবে না। কারণ ওয়েবসাইটগুলোতে এইচটিটিপিএস, টিএলএস, এসএসএল এনক্রিপশন প্রযুক্তি যুক্ত নাও থাকতে পারে।

তাই ভারতীয় টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফেসবুক সহ নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইট ফ্রি ব্যবহারের সুবিধা কারিগরিভাবে নেট নিরপেক্ষতার নীতি অমান্য করছে বিবৃতিতে এমন অভিযোগ করে এবং সেবাটি বন্ধ করে দেয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ভারতের অগ্রগতি লক্ষণীয়। সেখানে ইন্টারনেট, প্রযুক্তিপণ্যের ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। আর তা পর্যবেক্ষণ করে সোশ্যাল জায়ান্ট পুনারয় দেশটিতে ফ্রি বেসিকস সার্ভিস সচলের চেষ্টা করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে সম্প্রতি এমন তথ্য প্রকাশ করা হয়।

তবে এবার ফেসবুক ফ্রি বেসিকস’কে নতুন মডেল আর ব্র্যান্ড দিয়ে শুরুর পরিকল্পনা হাতে নিয়েয়ে। নতুন সেবার নাম ‘এক্সপ্রেস ওয়াইফাই’ যার মাধ্যমে স্থানীয় আইএসপিগুলো থেকে মোবাইল ফোন ব্যবহারকারীরা ডেটা কিনে ব্যবহার করতে পারবে। ‌এছাড়াও আইএসপিগুলোকে সফটওয়্যার দেয়া হচ্ছে যাতে গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সার্ভিস সরবরাহ এবং বিক্রির কাজটি আরো কার্যকরভাবে করতে পারে। ইতোমধ্যে ভারত জুড়ে ১২৫টি হটস্পট স্থাপন করা হয়েছে।

এক্সপ্রেস ওয়াফাই এর প্রাথমিক কার্যক্রম প্রায় শেষ।

প্রসঙ্গত, ফ্রি বেসিকস ফেসবুকের বিশাল একটি কার্যক্রম। এর মূল লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ যারা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত তাদের জন্য। সেইসাথে ব্যবহারকারীদের ওয়েবের অন্যান্য খোজখবর নিতেও উদ্বুদ্ধ করতে।

ফ্রি বেসিকসে আবহাওয়ার খবর, উইকিপিডিয়া, ফেসবুকের মতো সময়ের অতি প্রয়োজনীয় সেবাগুলো ফ্রি উপভোগ করা যায়।

সিইও মার্ক জুকারবার্গ ফ্রি বেসকিস ভারতে বন্ধ হওয়ায় বিবৃতিতে বলেছিলেন, ইন্টারনেট.ওআরজি এর অনেক উদ্যোগ রায়েছে। যে পর্যন্ত প্রতিটি মানুষ ইন্টারনেট অ্যাকসেস না পায় আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। ২০১৩ সালে ফেসবুক প্রতিষ্ঠা করে এটি। এছাড়াও উন্নয়নশীল দেশ সহ প্রান্তিক অঞ্চলগুলোতে ইন্টারনেট সরবরাহের জন্য সৌর শক্তি-চালিত ইটারনেট ড্রোনস, স্যাটালাইটস এবং অন্যান্য হার্ডওয়্যার অবকাঠামো নিয়েও পরীক্ষা চালানো হয়।

বলা হচ্ছে, ইন্টারনেটের অগণিত ব্যবহারকারীর সঙ্গে সঙ্গে বাড়ছে ফেসবুক ব্যবহারকারীও। তাই বিশ্বের দ্রুত বর্ধনশীল দেশগুলোর একটিতে সেবাটি পুনারয় চালু করতে ফেসবুকের এটি দ্বিতীয়বারের প্রচেষ্টা।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।