ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রোবকল’র বিরুদ্ধে টেক জায়ান্টরা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
রোবকল’র বিরুদ্ধে টেক জায়ান্টরা

রোবকলের বিরুদ্ধে এবার শক্ত অবস্থান গড়তে হাত মেলালো বিশ্বের দাপটবান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আলফা, এটি অ্যান্ড টি, অ্যাপল এবং ভেরিজনের মতো শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।

তাই স্বয়ংক্রিয়ভাবে ফোন কল আগেই রেকর্ড হওয়ার পদ্ধতিটি ভবিষ্যতে হয়ত আর থাকবেনা।  

এছাড়া এই পদক্ষেপ সম্পর্কে টেক জায়ান্টরা ইউএস ফেডারেল কমিশনকে (ইউএফসি) অবহিত করেছে এবং বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে জানানো হয়, ‘রোবোকল স্ট্রাইক ফোর্স’ এবার নতুন টুলস তৈরি এবং তা গ্রহনযোগ্য করতে প্রচন্ড চেষ্টা করছে। সেইসাথে  রোবকল’কে উচ্ছেদের জন্য গৃহীত পদক্ষেপের মাধ্যমে একটা সমাধানেও পৌছতে চাচ্ছে।

এটি অ্যান্ড্র টি এর চেয়ারম্যান এবং সিইও ৠানডাল স্টিফেনসন এক বিবৃতি জানিয়েছেন, ‘স্ট্রাইক ফোর্স’ এর সঙ্গে আগামী ১৯ অক্টোবর এফসিসি আলোচনায় বসবে। যেখানে নতুন টুলসের উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং বিদ্যমান সমস্যাটি নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহনের ব্যাপারে আলোচনা হবে।

আর গ্রুপটির প্রধান দায়িত্ব থাকবে প্রতারণার উদ্দেশ্যে যে সমস্ত নাম্বার থেকে কল আসে তা বন্ধ করা।
এছাড়া যে নাম্বারগুলোর কোনো উৎস বা হদিস নেই তার তালিকা বানিয়ে মুখোশধারী ঐ সমস্ত প্রতারকদের রুখতে হবে। যারা ব্যাংক, সরকার সহ অন্যান্যদের বৈধ ফোন নাম্বারগুলোকে অনুকরণ করে।

সুত্র বলছে, এফসিসি চেয়ারম্যান টম হুইলার এই গ্রুপটির প্রত্যেককে রোবোকল কার্যক্রম দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছেন। টেলিমার্কেটার সহ প্রতারক গোষ্ঠীর কাছে সিস্টেমটি বেশ জনপ্রিয়।

আগেও এর দূর্বোধ্য দিক এবং সমস্যাগুলো প্রকাশ্যে এনেছিল স্টিফেন। স্টিফেন ভেবেছিলেন বিষয়টি আরো সামনে এগোনো দরকার। কেননা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর নিজস্ব উদ্যোগের প্রয়োজন। রোবকলারস‘কে ভয়ঙ্কর বলে উল্লেখ করে দমন করা কঠিন বলেও মন্তব্য করেছিলেন।

এদিকে নতুন পদক্ষেপের বিষয়টি নিয়ে বলা হচ্ছে, রোবকল বন্ধ করা এবং সংশোধন করার কোনো দরকার নাই এফসিসি’র। তবে ফোন সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে তারা খুবই উৎসাহিত করছে। এমনকি তাদের সার্ভিসে কোনো টাকা নির্ধারণ না করারও প্রস্তাব দিয়েছে।

উল্লেখ্য, এই স্ট্রাইক ফোর্সটি সার্ভিস প্রোভাইডার, ডিভাইস মেকার, ওএস ডেভলপার, নেটওয়ার্ক ডিজাইনার এবং সরকারকে সার্বজনীন সমস্যাটি নিরসন করতে একত্রিত করছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।