ভারতের সুপরিচিত মোবাইল ফোন নির্মাতা মাইক্রোম্যাক্স সঙ্গীত ভক্তদের জন্য ‘এম২’ মডেল প্রকাশ করেছে। বিপণন সূত্র এ তথ্য জানিয়েছে।
এ হ্যান্ডসেটের ‘টাচ জগ হুইল’ এর মাধ্যমে অনায়াসে গান পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। এ ফোনটির দ্রুত গতির প্রসেসর গানের প্লেলিস্ট খুবই দ্রুত লোড করতে পারে।
প্রতিটি এম২ হ্যান্ডসেটের সঙ্গে থাকছে অতিরিক্ত বেস বুস্টসহ ‘ডোম’ হেডসেট। এটি বাহিুরের সব ধরনের শব্দ প্রতিরোধ করতে পারে।
এ ফোনটির এসআরএস মিউজিক ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাহায্যে ব্যবহারকারীরা ফোনের গানগুলো নিজের ইচ্ছামতো শিল্পী, গানের ধরণ অনুসারে আলাদা করে রাখতে পারবেন। আর এসআরএস ওয়াও এইচডি গান শোনার অভিজ্ঞতায় যুক্ত করবে নতুন বৈচিত্র্য।
এম২ মডেলে ২ গিগাবাইট ইন্টারনাল মেমোরির ব্যবহারে অফুরন্ত গান শোনা সম্ভব। এছাড়াও মডেলটির দুই ইঞ্চি টিএফটি কিউভিজিএ স্ক্রিনের রেজুলেশন ২৪০ বাই ৩২০ পিক্সেল। এতে আছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এমপিথ্রি, মিডি, এমএভিসহ আরও নানা ধরনের গানের ফরম্যাট শোনা যায় এ সেটে।
এ ফোনে আছে ৩.৫ এমএম অডিও অ্যাডপ্টার। ভিডিও প্লেয়ারে থ্রিজিপি ও এমপিফোর ফরম্যাটসহ অন্য সব ফরম্যাটেও ভিডিও দেখা সম্ভব। এতে আরও আছে জিপিআরএস এবং ১৫২ ঘণ্টার স্ট্যান্ডবাই ব্যাটারি শক্তি। এ মুহূর্তে দাম ৬ হাজার ৫০০ টাকা। বাংলাদেশের সবর্ত্রই এ সেট পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময় ১৮৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১