ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্যালাক্সি নোট ৭’র ব্যাটারি বিস্ফোরণ, বিক্রি বন্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
গ্যালাক্সি নোট ৭’র ব্যাটারি বিস্ফোরণ, বিক্রি বন্ধ

ঢাকা: বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের ‘নোট ৭’ মডেলের মোবাইল সেট বিক্রয় থেকে সরে দাঁড়িয়েছে।

কারণ হিসেবে তারা জানায়, তাদের কাছে এখন পর্যন্ত ৩৫টি অভিযোগ এসেছে।

যেগুলোর বেশিরভাগই গ্যালাক্সি নোট ৭ সেটের ব্যাটারি সমস্যা।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।  

জানা যায়, স্যামসাংয়ের ওই মডেলের ফোনটির ব্যাটারি গরম হয়ে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।  

০২ আগস্ট বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি নোট ৭। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শীর্ষ মোবাইল কোম্পানি স্যামসাং বাজারজাত করে গ্যালাক্সি নোট সিরিজের সেরা ফোন ‘নোট-৭’। তবে এর ব্যবহারকারীদের অভিজ্ঞতা মোটেও ভাল নয়, একমাস যেতে না যেতেই ফোনটি নিয়ে বিপাকে পড়েছেন অনেক গ্রাহক। হঠাৎ হঠাৎ ক্র্যাশ করে এ মোবাইল ফোনটি। সম্প্রতি ব্যাটারি সমস্যার কারণে কর্তৃপক্ষ এ সেটটি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
আরএইচএস/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।