ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‌অনলাইন ঈদবাজারে রান্নাঘর সামগ্রীর চাহিদা শীর্ষে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
‌অনলাইন ঈদবাজারে রান্নাঘর সামগ্রীর চাহিদা শীর্ষে

ঈদে রাজধানীর মার্কেটগুলোর মতো ভার্চূয়াল শপিং মলগুলোও ‌এখন ব্যস্ত। যদিও রোজার ঈদের মতো অতোটা না, তারপরও ভার্চূয়ালি এখন যতটা অর্ডার আসছে এতেই খুশী সংশ্লিষ্টরা।

দেশের জনপ্রিয় শপিং সাইটের কর্তৃপক্ষ, কর্মকর্তারা বাংলানিউজকে বলেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য অনলাইন কেনাকাটায় দিনকে দিন বাড়ছে মানুষের নির্ভরশীলতা। তুলনামূলক গত বছরের চেয়ে এবার কেনাকাটা দ্বিগুণ।

ই-কমার্সে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা অথবা ডট কমের কর্মকর্তা নির্ঝর কুমার কুন্ডু জানান, এবার ছেলেদের টি শার্ট, পলো শার্ট, পাঞ্জাবী এবং মেয়েদের ভিশাল, রাসলীলা, ভাসানির ড্রেস,  সুতি, সিল্ক, কাতান শাড়ির চাহিদা ভাল।

তবে হোম অ্যাপলায়েন্সের অর্ডার বেশী। ৬৫০-২৪৫০ টাকায় পাঞ্জাবি, টিশার্ট ২৪০-৭০০ টাকায় এবং মেয়েদের  থ্রিপিস ৪৫০-৮ হাজার, শাড়ি ৯৯৯-৭ হাজার টাকায় মিলছে। ১-৫ হাজার টাকার পণ্য কিনলে ৫০-৮৫০ টাকা ক্যাশব্যাক, লুমিয়া ৫৪০’এ যাচ্ছে ৪৮% ছাড়।

আপোনজনের সিইও বলেন, প্রতিদিন আমাদের ৬০টির বেশি অর্ডারের অর্ধেকই বিভাগীয় শহরগুলো থেকে আসছে। কারণ ঢাকায় কেনাকাটার অপশন থাকলেও বাহিরে তা নেই। এবার ১ হাজার টাকার সুতি ব্লকের থ্রিপিসের ডিমান্ড বেশি, ৫ থেকে ৭ হাজারের মধ্যেও রয়েছে। টি, পলো শার্ট, পাঞ্জাবিতে আগ্রহ ছেলেদের। বেশি চাহিদা হোম অ্যালায়েন্সে।

১ বছরের ওয়্যারেন্টিসহ ৭৪০ টাকায় শাওমি হ্যান্ডসেট মিলছে আপোনজনে।

প্রিয়শপে প্রতিদিন প্রায় ৩০০ অর্ডার আসছে। ১ হাজার টাকার বেশি কিনলে গিফট, ১ হাজার টাকার ক্যাশ ভাউচার, ১টি’তে ১টি ফ্রি, মূল্য ছাড় আছে। ভারতীয় শাড়ি, জামদানি, তাঁত, সিল্ক, কটন, ভারতীয় সালোয়াড় কামিজ, ব্লক, বাটিক, রেপ্লিকা এবং দেশি পোশাকের সম্ভার রয়েছে প্রিয়শপে।

তবে বেশি চাহিো হোম অ্যাপলায়েন্সে জানালেন প্রিয়শপের সিইও।

থ্রিপিসে ১৫% পর্যন্ত, জুয়েলারি ২০%, গজ কাপড়ে ৪০% এবং ছেলেদের ঘড়িতে ৬০% ,পাঞ্জাবী ২০%, পলো টি মার্ট ৫০%, শার্টে ২৫% ছাড় চলছে।

বাগডুম ডট কমেও হোম অ্যাপলায়েন্সে চাহিদা ভাল। মেয়েদের হিজাব, থ্রিপিস, ছেলেদের টি শার্ট, ফুল স্লিভ শার্টও খুব চলছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা বললেন আমাদের গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারি বেশি পছন্দ করেন। এখানে ১ হাজার টাকার কিচেন অ্যাপলায়েন্স, পাঞ্জাবি, শাড়ি, ঘড়ি রয়েছে।

আর পেপসি কম্বো অফারে জনপ্রিয় ক্রিকেটারদের সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

ওখানেই ডট কমে থ্রিপিস, পাঞ্জাবী, শার্ট, শাড়ির অর্ডার বেশি। প্রতিদিন ৫০ এর অধিক অর্ডার পাচ্ছে ওখানেই। ৮৮০-৫ হাজার টাকায় এখানে ছেলে ও মেয়েদের পণ্য রয়েছে। মূল্য ছাড় সহ ৫ হাজার টাকার কেনাকাটা করলে যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টারে কাপল সিনেমা দেখার ফ্রি টিকিট অফারও আছে।

ঢাকার ভেতর একদিনেই বাহিরে বেশী হলে দুই দিন ফ্রি ডেলিভারি দেয়া হয়। ডেলিভারির সময় শেষ ১২ সেপ্টেম্বর। বিকাশ, ক্যশ অন সহ সবধরনের সুবিধা আছে জানান ওখানেই’র সিইও।

আজকের ডিল প্রতিদিন সর্বোচ্চ দেড় হাজার পর্যন্ত অর্ডার পায়। ৯৯-৩ হাজার টাকার পণ্য রয়েছে এখানে। প্রতিষ্ঠানের সিইও বলেন, কোরবাণীর ঈদ বলে কিচেন ‍অ্যাপলায়েন্সের বিক্রি ভাল।

ঈদের ২ দিন আগ পর্যন্ত অর্ডার নেয়া হবে এবং ১০ এবং ১১ তারিখের মধ্যে ডেলিভারি শেষ হবে। মধ্যবিত্তরা আমাদের লক্ষ্য। বিদেশীর চেয়ে দেশী প্রোডাক্ট আমাদের বেশি এবং ৬৬০ থেকে ১ হাজার টাকার পণ্যের বিক্রিও ভাল। এছাড়া ২০ থেকে ৩০% ছাড় দিচ্ছি।

অর্ডার নিয়ে ব্রানো‘ও সন্তুষ্ট, প্রতিদিন ৫০টির বেশি অর্ডার পাচ্ছে তারা। ৫০ টাকা চার্জে ২ দিনের মধ্যে ডেলিভারি দেয় ব্রানো। মোবাইল ব্যাংকিংয়ে পে করলে ৫% ছাড়, ১৫’শ টাকার বেশি কেনাকাটায় ডেলিভারি চার্জ ফ্রি। সবচেয়ে বেশি যাচ্ছে পারফিউম, ৭’শ থেকে ৩২ হাজার টাকার মধ্যে প্রায় ২ হাজার প্রকার পারফিউম রয়েছে ব্রানোতে। ডায়মন্ড জুয়েলারিও চলছে বেশ, এগুলোর প্রাইজ রেঞ্জ ৫০০ টাকা থেকে ১৪ লাখ।

ঢাকা মেলার ডিরেক্টর বলেন, তুলনামূলক কোরবানীর ঈদে অর্ডার কম। তবে কোয়ালিট, মূল্য, ব্র্যান্ড সব মিলিয়ে আমাদের নির্দিষ্ট গ্রাহক তৈরি হয়েছে। আমরা দেশে বিদেশী, বিদেশে দেশী ব্র্যান্ডকে হাইলাইট করে থাকি। আমাদের সবচেয়ে জনপ্রিয় হেলথ কেয়ার প্রোডাক্ট। ঢাকা মেলার সম্ভারে রয়েছে ছেলে, মেয়ে, শিশুদের জন্য ভ্যারাইটিজ প্রোডাক্ট।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।