ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন ৭ ও ৭ প্লাস উন্মুক্ত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
আইফোন ৭ ও ৭ প্লাস উন্মুক্ত

ঢাকা: ‘স্পেশাল ইভেন্ট’ এর ধারাবাহিকতা বজায় রাখলো অ্যাপল। উন্মুক্ত করলো ফ্ল্যাগশিপ আইফোনের নতুন ভার্সন আইফোন ৭ ও ৭ প্লাস।

গত ৩০ আগস্ট (সোমবার) স্পেশাল ইভেন্টের ইনভাইটেশনের পর বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীরা ধরেই রেখেছিলেন ৭ সেপ্টেম্বর ‘আইফোন ৭’ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। অপেক্ষা শুধু ঘোষণার।

সেইসঙ্গে আইফোন ৭ ঘিরে বাজারে যেসব গুঞ্জন ছিলো তার অনেক কিছুই মিলে গেছে। তবে তিনটি নয়, দুই পর্দায় (৪.৭ ও ৫.৫ ইঞ্চি) আইফোনের নতুন ভার্সন এনেছে ‍অ্যাপল।  

এবারের ভার্সনেও যুক্ত হয়েছে নতুন দু’টি রং জেট ব্ল্যাক ও ম্যাট ব্ল্যাক। সঙ্গে থাকছে আগের তিনটি রং গোল্ড, সিলভার, রোজ গোল্ড।  

পানি ও ধুলা প্রতিরোধী আইফোনের নতুন দু’টি ভার্সনের ব্যাটারির ক্ষমতা আইফোন ৬-এর চেয়ে বাড়ানো হয়েছে। ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের এ১০ ফিউশন চিপ, ৬৪ বিট ফোর কোর সিপিইউ। আগের যেকোনো মডেলের চেয়ে ডিসপ্লে হবে ২৫ শতাশং উজ্জ্বল।  

এদিকে অ্যাপল তার আইফোন ৭ প্লাস-এর ক্যামেরায় দু’টি লেন্স ব্যবহার করেছে। ফলে দূরের ছবি হবে আরো স্পষ্ট ও প্রাণবন্ত। এছাড়া নতুন ভার্সনে হেডফোন জেক না থাকার যে ইঙ্গিত ছিল তাই সত্যি হলো।

আইফোন ৬-এর মতো ৭ এর মূল্য শুরু হয়েছে ৬৫০ ডলারে (১ ডলার সমান ৭৮ টাকা)। তবে ৭ প্লাস-এর মূল্য ৬ প্লাস-এর চেয়ে ২০ ডলার বেশি, ৭৭০ ডলার নির্ধারণ করা হয়েছে। আর আইফোনের নতুন দুই সংস্করণে অভ্যন্তরীণ ধারণক্ষমতা ১৬ গিগাবাইটের পরিবর্তে দ্বিগুণ (৩২ গিগাবাইট) করা হয়েছে। রয়েছে ১২৮ ও ২৫৬ গিগাবাইটের মডেল।

আগামী ৯ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে প্রিঅর্ডার নেওয়া শুরু করবে ‍অ্যাপল, চালান শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে।

একইসঙ্গে ‘অ্যাপল ওয়াচ’র সিরিজ ২ উন্মুক্ত করা হয়েছে। ‘সুইম প্রুফ’ ওয়াচটি জিপিএস বিল্ট-ইন। এর পর্দা আরো উজ্জ্বল ও প্রসেসর আরো কর্মক্ষম। উন্নত সংস্করণের ওয়াচটির মূল্য আগের চেয়ে ৩০ ডলার কমে ২৭০ ডলারে পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।