ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক ও ‘উই’ নিয়ে এলো তিনটি স্মার্টফোন অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
বাংলালিংক ও ‘উই’ নিয়ে এলো তিনটি স্মার্টফোন অফার

ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নিয়ে এলো ‘উই’ স্মার্টফোনের সঙ্গে আকর্ষণীয় ডাটা বোনাস।

গুলাশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে সম্প্রতি উদ্বোধন করা হয় উই এ১, উই এল২ এবং উই ভি২ স্মার্টফোন।


 
বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রাহমান, হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন, ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলি সাদিক, আমরা টেকনোলজির সিইও ইন্তেখাব মাহমুদ, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এহসান ইউ আই হক ও ডিজিএম তৌহিদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
উই এ১ স্মার্টফোন পাওয়া যাবে ৩ হাজার ৫০ টাকায়। এতে রয়েছে ১ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, ৪ ইঞ্চি ডব্লিউ ভিজিএ পর্দা, ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ, ৫১২ এমবি র‌্যাম, ৪ জিবি রম, ৩২ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট। থাকছে ২৫ জিবি ক্লাউড স্টোরেজ এবং ১৪০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।

 

৩ হাজার ৫৫০ টাকায় উই এল২ হ্যান্ডসেটে রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ৬.০ অ্যান্ড্রয়েড মার্শমেলো, ফ্ল্যাশসহ ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ০.৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম (৩২ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট), ২৫ জিবি ক্লাউড স্টোরেজ ও ১৪০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।
 
উই ভি২ হ্যান্ডসেটে রয়েছে আকর্ষণীয় ৫ ইঞ্চি এইচডি অন-সেল ড্রাগন টেইল গ্লাস ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর এমটি ৬৫৮০ প্রসেসর, এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম (৬৪ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট), ৫০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ এবং ২২০০ মিলি এম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনটি পাওয়া যাবে ৮ হাজার ৫ ৯০ টাকায়।
 
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- তিনটি স্মার্টফোনের সঙ্গে গ্রাহকদের জন্য থাকছে ১৮ জিবি ফ্রি ইন্টারনেট।
 
নতুন অথবা পুরনো বাংলালিংক প্রিপেইড কল ও কন্ট্রোল গ্রাহকরা তিনটি স্মার্টফোনের যেকোনো একটি কিনে বাংলালিংক সিম দ্বারা সেটটি চালু করলে পাবেন এই অফার।
 
এজন্য  ‘উই’ লিখে এসএমএস করতে হবে ৪৩২১ নম্বরে। তাহলে তারা উপভোগ করবেন ৩০ দিন মেয়াদের ৬ জিবি ফ্রি ইন্টারনেট ৩ মাস পর্যন্ত। একজন গ্রাহক সর্বোচ্চ ১৮ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
 
স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে দেশের সব বাংলালিংক এবং ‘উই’ স্টোরে।
 
বাংলালিংকের হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন বলেন, ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মুল্যের স্মার্টফোন পৌঁছে দিতে একযোগে কাজ করে যাচ্ছি। আমরা টেকনোলজির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন তিনটি আকর্ষণীয় স্মার্টফোনের সঙ্গে আকর্ষণীয় ডাটা বান্ডেল অফার।

আমরা টেকনোলজিসের সিইও ইন্তেখাব মাহমুদ বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও উদ্ভাবনী টেলিকম অপারেটর বাংলালিংকের সঙ্গে পার্টনারশিপে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা নিশ্চিত যে সাশ্রয়ীমুল্য, যোগাযোগ ও শক্তিশালী ডিভাইসের মাধ্যমে আমাদের আর্থিক অবস্থার উন্নতি হবে।
 
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এমআইএইচ/জিপি/পিসি

**
রবি-এলজি স্মার্টফোন বান্ডল অফার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।