ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তবে কি ডেস্কটপ ভার্সনেও আসছে ফেসবুক লাইভ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
তবে কি ডেস্কটপ ভার্সনেও আসছে ফেসবুক লাইভ

ফেসবুক লাইভ ফিচারটি  ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে যথেষ্ট সাড়া ফেলেছে। যখন তখন ফেসবুক বন্ধুরা চলে আসছেন লাইভে।

বিষয়টি নিয়ে ভালো-খারাপের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ফিচারটির সুফল ভোগে তৎপর সবাই।

এতোদিন শুধু মোবাইল অ্যাপে সুবিধা পাওয়া গেলেও অচিরেই হয়ত ফেসবুকের ডেস্কটপ ভার্সনেও ফিচারটি আসার সম্ভাবনা রয়েছে।

যদিও ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ্যে আসেনি। কিন্তু ডেলাইলা টেইলর নামের এক ব্যবহারকারী তার ল্যাপটপ থেকে ফেসবুক লাইভে আসলে তখনই এটি প্রথম আলোচনায় আসে। আর তারপরই পুরো ব্যাপারটি জনসম্মুখে নিয়ে আসে সোশ্যাল টাইমস নামের একটি প্রযুক্তি বিষয়ক অনলাইন সংবাদ মাধ্যম।

সোশ্যাল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ডেস্কটপ ভার্সনের জন্য পরীক্ষাধীন থাকা ফেসবুক লাইভ ফিচারটি বর্তমানে ব্যবহার করতে পারছেন শুধুমাত্র নির্ধারিত ভাগ্যবান কিছু সাংবাদিক এবং ব্লগার।

সে হিসেবে ধারণা করা যায়, খুব সহসাই হয়ত ফিচারটি উন্মুক্ত করা হতে পারে সকল ফেসবুক ব্যবহারকারীদের জন্য।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।